এখন পড়ছেন
হোম > জাতীয় > টুইট করে হাসির খোরাক হলেন লালু পুত্র

টুইট করে হাসির খোরাক হলেন লালু পুত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ হলো অভিশপ্ত ২০২০, এল ২০২১। বিষের বাঁশি বিদায় নেওয়ায় আনন্দতে মগ্ন সকলেই। সোশ্যাল মিডিয়ায় নতুন বছরকে বরণ করলেন অনেকেই, নতুন বছরের শুভেচ্ছাও জানালেন বহু দেশবাসী সোশ্যাল মিডিয়ায়। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে এক বিশেষ টুইট করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। যেখানে তিনি লিখেছেন, ” আলবিদা বিশ হাজার বিশ ” অর্থাৎ, ২০২০ সালকে বিদায় জানাতে গিয়ে তিনি ২০,০২০ সালকে বিদায় জানালেন। যা দেখে হতচকিত সকলেই। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই টুইটটি। তারপর থেকেই শুরু হয় হাসির রোল। বারবার ট্রোলের সম্মুখীন হতে হয় তেজ প্রতাপ যাদবকে।

এভাবে, ২০২০ সালকে বিদায় জানাতে গিয়ে ২০,০২০ সালকে বিদায় কি তিনি জেনে শুনেই করেছেন? না ভুল করে করেছেন? এমন প্রশ্ন উঠেছে সকলের মনেই। কারণ, এরপরই তিনি আরেকটি টুইট করলেন। যে, টুইটে তিনি ২০২১ সালের জন্য শুভেচ্ছা জানালেন সকলকে।

তবে বিহারের রাজনৈতিক মহল জানালো যে, তাঁর এই টুইটের মাধ্যমে বিহারের উপমুখ্যমন্ত্রী রেনু কুমারীকে ব্যঙ্গ করেছেন তেজ প্রতাপ যাদব। কারণ, কিছুদিন আগে ২০২০ সালকে ২০,০২০সাল বলে উল্লেখ করেছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী রেনু কুমারী। যার একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়েছিল। হাসির রোল উঠেছিল এই ভিডিওকে কেন্দ্র করে। অনেকেই মনে করছেন এই টুইটের মাধ্যমে তাঁকেই কটাক্ষ করেছেন তেজ প্রতাপ যাদব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, লালুপ্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদব বহুবার বিতর্কে জড়িয়ে পড়েছেন। গত, ২০১৮ সালের মে মাসে তাঁর বিবাহ হয়েছিল। কিন্তু বিয়ের মাত্র এক মাসের মধ্যেই তীব্র অশান্তি বাঁধে স্বামী-স্ত্রীর মধ্যে। ফ্যামিলি কোর্টে মামলা পর্যন্ত চলে। বিচারক অনেক চেষ্টা করেও স্বামী-স্ত্রীর বোঝাপড়া করাতে পারেন নি।

লালু প্রসাদ যাদবের পুত্রবধূ ঐশ্বর্য লালুর পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন তার শ্বাশুড়ী রাবড়ি দেবী তাঁর বড় ননদ মিসা ভারতী তাঁকে নির্যাতন করেন, এমনকি খেতেও দেন না। কিছুদিন আগে এক ভিডিওতে দেখা গিয়েছিল লালুপ্রসাদের পুত্রবধূ কাদঁতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন, সেখানে দেখা যাচ্ছে পুলিশকে। যদিও লালুপ্রসাদের বড় মেয়ে মিসা ভারতী তাঁর নামে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে গত জুন মাসে সোশ্যাল মিডিয়ায় তেজ সেনা নামে একটি মঞ্চ চালু করার কথা জানিয়েছিলেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। তার এই পরিকল্পনাকে নিয়েও বিজেপির কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সেখানেও উঠে এসেছে তাঁর পারিবারিক অশান্তির প্রসঙ্গ। বিজেপির কটাক্ষ থেকে রেহাই পান নি তাঁর ভাই তেজস্বী যাদবও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!