এখন পড়ছেন
হোম > অন্যান্য > সব তুলসী গাছই কিন্তু বাড়িতে শুভ শক্তি নিয়ে আসে না! অহেতুক বিপদে পড়ার আগে জেনে নিন বিস্তারিত

সব তুলসী গাছই কিন্তু বাড়িতে শুভ শক্তি নিয়ে আসে না! অহেতুক বিপদে পড়ার আগে জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- তুলসী হিন্দুদের কাছে একটি পবিত্র উদ্ভিদ হিসেবে পরিচিত। হিন্দুরা এটিকে দেবী হিসেবে পূজা করেন। সেই সঙ্গে একে লক্ষ্মীর অবতার হিসেবে গণ্য করা হয় এবং বিষ্ণুর পুজোয় দেওয়া হয়। হিন্দু বেদে তুলসী বা তুলনাহীন, বৈষ্ণবী বা বিষ্ণুর অন্তর্গত, হরিপ্রিয়া বা বিষ্ণুর প্রিয় নামে পরিচিত। তুলসিকে শ্রী- তুলসী বলা হয়। এছাড়া শ্রী বিষ্ণুর প্রধান সঙ্গী লক্ষ্মীর প্রতিশব্দ হিসেবেও এটি ব্যবহৃত হয়।

অনেক হিন্দুদের বাড়ির সামনে বা আশেপাশে তুলসী গাছ দেখতে পাওয়া যায়। প্রায়শই বিশেষ পটে বা তুলসী বৃন্দাবন নামে পরিচিত একটি বিশেষ কাঠামোতে এটি সংস্কৃতির প্রতিরূপ হিসেবে সংরক্ষিত হয়। সেই সঙ্গে ঐতিহ্যগতভাবে, তুলসী হিন্দু বাড়ির অন্যতম বৈশিষ্ট্য। উদ্ভিদটির ধর্মীয় উদ্দেশ্যও লক্ষ্য করা যায়। তুলসী গাছ সাধারণত দু রকমের হয় কৃষ্ণ তুলসী এবং রাম তুলসী। তবে কিভাবে চিনবেন এগুলিকে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৃষ্ণ-তুলসীর ক্ষেত্রে গাছটি সবুজ গাঢ় রঙের হয়। এর পাতা এবং কান্ড দুটি বেগুনি রংয়ের হয়। পাতা এবং কান্ড উভয়ই একটু কালচে আভা থাকে। এছাড়াও এর পাতা খুব একটা বড় হয় না। বলা হয় সাধারণত কৃষ্ণ-তুলসী একটু গরম প্রকৃতির হয়। অন্যদিকে রাম তুলসী, যার পাতা এবং কান্ড সবুজ হয়। খুব গাড় হয় না এবং এর পাতাগুলো আকৃতিতে একটু বড় আকৃতির হয়। তবে এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির বলে মনে করা হয়। তবে সমস্ত তুলসী যে আপনার বাড়ির পক্ষে ভালো তা কিন্তু নয়। বাস্তুশাস্ত্র হিসাবে দেখা যায়, কোন কোন তুলসী গাছ বাস্তুদোষ কাটাতে সক্ষম। সেই তুলসী গাছ বাড়িতে রাখলে বাড়ি পবিত্র হয় এবং বাড়ি থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় কোন তুলসী গাছ বাড়িতে রাখলে তা আপনার জন্য চরম বিপদ ডেকে আনে। তবে কোন তুলসী গাছের কি মহিমা, জেনে নেওয়া যাক

বাড়িতে গাছ লাগানোর জন্য যথেষ্ট জায়গা থাকলে আপনি বাড়িতে দুই ধরনেরই তুলসী গাছে রাখতে পারেন। তবে বাড়ির ক্ষেত্রে উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ রাখা শুভ। এছাড়া বাড়িতে রাখার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কৃষ্ণ তুলসীকে। এই তুলসীকে বাড়িতে রেখে পুজো করলে মনে করা হয় এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়া বাড়িতে চটকরে কোন অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়া তুলসী আয়ুর্বেদিক পথ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই মনে করা হয় তুলসী গাছ রাখলে বাড়িতে যে কোন অসুখে তা কাজে লাগতে পারে। সে শীতকাল হোক বা গ্রীষ্মকাল। শরীরের ইমিউনিটি বাড়াতে রোজ সকালে মধু দিয়ে তুলসী পাতা অনেকেই খেয়ে থাকেন। এছাড়াও বর্তমানে অনেককে রান্নাতেও এই পাতা ব্যবহার করতে দেখা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!