এখন পড়ছেন
হোম > রাজ্য > আইন অমান্য কর্মসূচি পালন ঘিরে পুলিশ-বিজেপি কর্মী-সমর্থক খণ্ডযুদ্ধ, দিলীপ ঘোষের উপস্থিতিতেই তীব্র উত্তেজনা

আইন অমান্য কর্মসূচি পালন ঘিরে পুলিশ-বিজেপি কর্মী-সমর্থক খণ্ডযুদ্ধ, দিলীপ ঘোষের উপস্থিতিতেই তীব্র উত্তেজনা

আসন্ন লোকসভা নির্বাচনে এই বাংলাকেই পাখির চোখ করেছে বিজেপি। যার জন্য এই বাংলা কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি নিচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে “গণতন্ত্র বাঁচাও” নামক রথযাত্রা কর্মসূচি নেওয়া হলেও আইনি জটিলতার কারণে এতদিন তা স্থগিত ছিল। প্রসঙ্গত, আজ বিজেপির এই রথযাত্রা নিয়ে রায় ঘোষণা হয়েছে কলকাতা হাইকোর্টে – যেখানে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত।

কিন্তু, বাংলার মাটিতে নিজেদের সাংগঠনিক বৃদ্ধি করতে গেলে তা যে অত সহজে করতে দেবে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস – তা ভালই বুঝতে শুরু করেছেন বিজেপি নেতারা। আর তাইতো বাংলায় টিকে থাকতে এবার আইন অমান্য কর্মসূচি নিলেন তাঁরা। সূত্রের খবর, গতকাল হাওড়ায় আইন অমান্য কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, হাওড়ায় বিজেপির এই আইন অমান্যকে ঘিরেই এদিন ছড়িয়ে পড়ল প্রবল উত্তেজনা। জানা যায়, হাওড়া ময়দানের শরৎ সদন চত্বরে এই আইন অমান্য উপলক্ষে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এদিনের এই সভা শেষ হওয়ার পর হঠাৎই জেলাশাসকের বাংলোর দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। মাঝে হাওড়া পুরসভার সামনে পুলিশের পক্ষ থেকে তাঁদের মিছিল আটকানো হলে পুলিশের সাথেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।

রীতিমত বিজেপি কর্মী-সমর্থক ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। প্রশাসনের তরফে অভিযোগ ওঠে, বিজেপি কর্মীরা এদিন লাঠি ও দলীয় পতাকা নিয়ে পুলিশের উপর চড়াও হয়েছিল। এমনকি এখানে পুলিশের ব্যারিকেডও ভেঙে দেন তাঁরা। তবে দলীয় কর্মী-সমর্থকরা নয়, পুলিশই তাঁদের ওপর লাঠিচার্জ করেছে বলে পাল্টা অভিযোগ আনে বিজেপি। গেরুয়া শিবিরের আরও অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে তাঁদের এক মহিলা কর্মীও গুরুতর জখম হয়েছেন। সব মিলিয়ে এবার রথযাত্রার বদলে আইন অমান্য কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সাথে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!