এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ত্বহা সিদ্দিকি-সিদ্দিকুল্লা চৌধুরী ‘গোপন বৈঠক’, বাড়ছে রাজনৈতিক জল্পনা

ত্বহা সিদ্দিকি-সিদ্দিকুল্লা চৌধুরী ‘গোপন বৈঠক’, বাড়ছে রাজনৈতিক জল্পনা


রাজ্য রাজনীতিতে দুজনেই একদা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ইদানিং দুজনের সঙ্গেই দূরত্ত্ব বেড়েছে, রাজ্যের সংখ্যালঘু ভোট নিয়ন্ত্রণে দুজনেই অন্যতম বড় মুখ – এতগুলো ‘কমন ফ্যাক্টরকে’ সামনে রেখে কোলাঘাটের এক হোটেলে ‘গোপন বৈঠকে’ বসলেন হুগলির ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা ত্বহা সিদ্দিকি ও জমিয়তে উলেমা হিন্দের প্রধান তথা তৃণমূল মন্ত্রীসভার অন্যতম সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী। যদিও দুজনেই, এই বৈঠককে ‘কাকতলীয়’ বা ‘হঠাৎ পথে দেখা’ হয়ে যাওয়া বলে বর্ণনা করেছেন, কিন্তু দুই নেতাই এই বৈঠকের পর ‘একসাথে পথ চলার’ কথা বলে রীতিমত জল্পনা বাড়িয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একসময় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন ফুরফুরার পীরজাদা, কিন্তু গত বিধানসভা নির্বাচন থেকেই সেই সম্পর্ক ক্রমশ শীতল হয়েছে, অন্যদিকে তিনি বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলি নিয়ে অনুব্রত মন্ডলের আচরণে ও শাসকদল তৃণমূল কংগ্রেসের সার্বিক অবস্থানে রীতিমত ক্ষুব্ধ অপমানিত সিদ্দিকুল্লা চৌধুরী, যোগ দেননি মন্ত্রীসভার গুরুত্ত্বপূর্ন বৈঠকে বা ছেড়ে দিতে চেয়েছেন মন্ত্রীত্ত্বের সুবিধা। যদিও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে এই নিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন।

এই পরিস্থিতে হঠাৎ করে এই দুই শীর্ষ সংখ্যালঘুনেতার ‘দেখা হয়ে’ যাওয়াটা বেশ গুরুত্ত্বপূর্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অতীতে দেখা গেছে তাঁরা দুজনেই সংখ্যালঘু ভোটের বেশ বড়সড় নিয়ন্ত্রক হয়েছেন, যার ফায়দা সময়মত পেয়েছে রাজনৈতিক দলগুলি। বৈঠকের শেষে দুজনেই ‘বিজেপি-বিরোধিতার’ কথা জুড়ে দিয়ে তাৎপর্য আরও বাড়িয়ে দিয়েছেন এই বৈঠকের। ত্বহা সিদ্দিকি জানিয়েছেন, আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, জাতীয়স্তরে একসঙ্গে কাজ করলে লাভ দেশেরই। অন্যদিকে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন, বিজেপিকে রুখতে আমাদের আরও সক্রিয় হতে হবে। দুই সংখ্যালঘু শীর্ষনেতার এই ‘গোপন-বৈঠক’ রাজ্য-রাজনীতির মোড় কোনদিকে ঘরে সেদিকেই তাকিয়ে এখন বঙ্গবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!