এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে অমিত শাহকে বাংলায় স্বাগত জানিয়ে টুইটারে পোস্ট তৃণমূল সাংসদের

জল্পনা বাড়িয়ে অমিত শাহকে বাংলায় স্বাগত জানিয়ে টুইটারে পোস্ট তৃণমূল সাংসদের


১১ ই আগস্ট কলকাতায় রানী রাসমণি রোডে বিজেপির সভা করার অনুমতি দিয়েছেন কলকাতা পুলিশ। এরপরই জল্পনা বাড়িয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ একটি টুইট করেন অমিত শাহের উদ্দেশ্যে। তাতে লেখা আছে ৩ অগাস্টের সভার অনুমতি মিলেছিল ৷

১১ অগাস্ট সভার অনুমতিও দিয়েছে প্রশাসন ৷ শান্তি-সৌহার্দের বাংলায় স্বাগত অমিত শাহকে । এবং শেষে লেখা আছে ‘বাংলা তার প্রতিবেশীকে ভালবাসে।’ বিজেপির দাবি প্রথমবার সভা করার অনুমতি দেয়নি পুলিশ। এরপর রাজ্যের উদ্দেশ্যে অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে কলকাতায় আমি যাব। সভা করার অনুমতি না পেলেও যাব। পারলে আমাকে গ্রেফতার করুক। এরপর পুলিশ কলকাতায় বিজেপি সভার জন্য অনুমতি দেয়।

ফলে রাজনৈতিকমহলে প্রশ্ন উঠেছে যে এটা কি কটাক্ষের ছোঁয়াতে আসলে আড়ালে অমিত শাহকে স্বাগতই জানালো তৃণমূল?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!