এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > টুইট ঘিরেই দলবদলে ইঙ্গিত ? এবার কি দলবদল করছেন বিজেপির এই হেভিওয়েট নেতা ? জল্পনা তুঙ্গে !

টুইট ঘিরেই দলবদলে ইঙ্গিত ? এবার কি দলবদল করছেন বিজেপির এই হেভিওয়েট নেতা ? জল্পনা তুঙ্গে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে প্রশাসনিক বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্যের সমস্ত আধিকারিক সহ পুলিশ সুপার ও জেলাশাসকের উপস্থিতি ছিলেন ।এদিনের বৈঠকের রাজ্যের বিভিন্ন দপ্তরের কার্য প্রক্রিয়া কেমন চলছে তা নিয়ে আলাপালোচনা চলে । আর এই মধ্যেই  পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপারের সঙ্গে কিছু কথোপকথন হয় মুখ্যমন্ত্রীর । আর এই কথোপকথন কে কেন্দ্র করে রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করেছিলেন যে ‘পুলিশের মেরুদন্ডে আঘাত করা হয়েছে’ বলে ।

তবে কিছক্ষণের মধ্যে এই টুইটের পাল্টা টুইট করেন বিজেপির বিক্ষুব্ধ হেভিওয়েট নেতা  জয়প্রকাশ মজুমদার ।যেখানে   রাজ্যপালের উদ্দেশ্যে লেখেন, ‘রাজ্য প্রশাসনের সঙ্গে আপনার সংঘাতে লাভ কি? সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে এবং টুইট করে সমস্যা সমাধান হবে? আপনার অবস্থানে শাসকদল কি সহানুভূতি পাচ্ছে না? রাজ্যপালের আচরণ রাষ্ট্রনেতাসুলভ হওয়াই কাম্য।’  জয়প্রকাশ মজুমদাররে এই টুইট কে সমর্থন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও । আর এখানেই জোর জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে । যেখানে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন করছেন তবে কি বিক্ষুব্ধ হেভিওয়েট নেতা  জয়প্রকাশ মজুমদার   দলবদল করছেন ?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেহেতু রাজ্যপালের সঙ্গে শাসকদলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয় প্রায়ই  রাজ্যে- রাজ্যপালের সঙ্গে সংঘাত লেগেই থাকে । যেখানে বিরোধী পক্ষের হেভিওয়েট রাজনৈতিক নেতা রাজ্যপালের এই টুইট কে সমর্থন করছেননা যা শাসক দলকে অনেকটাই হাতিয়ার পাইয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশে । অনেকেই বলছেন তাহলে কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে  যাওয়ার পথ পরিক্ষার করার জন্যই কি রাজ্যপালের বিরুদ্ধে এ ধরনের টুইট করে শাসকদলকে শক্তি পায় দিচ্ছে ?  তবে এখন  দেখার বিষয় আগামী দিনে মোর কোনদিকে ঘরে সেদিকে নজর থাকবে সকলের ।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!