এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING NEWS – হেভিওয়েট কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন বিধায়কের বিজেপিতে যোগদান

BREAKING NEWS – হেভিওয়েট কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন বিধায়কের বিজেপিতে যোগদান

লোকসভা নির্বাচনের পর থেকেই অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের হাওয়া প্রবলতর হচ্ছে। আর এবার গেরুয়া শিবিরের মুখে হাসি ফুটিয়ে, সর্বভারতীয় ক্ষেত্রে প্রবলতর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ঘর ছেড়ে দুই হেভিওয়েট নেতা এলেন তাদের শিবিরে।

সূত্রের খবর, নরেন্দ্র মোদী-অমিত শাহের নিজের গড়, গুজরাটে হেভিওয়েট কংগ্রেস বিধায়ক আল্পেশ ঠাকুর ও প্রাক্তন বিধায়ক ধবল সিংহ জালা আজ গেরুয়া শিবিরে যোগদান করেন। প্রসঙ্গত, এই দুই কংগ্রেস নেতার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে, গুজরাটে অল্পেশ ঠাকুরের মত তরুণরা রাহুল গান্ধীর হাত ধরে, বিজেপির ঘুম প্রায় উড়িয়ে দিয়েছিল। কোনোরকমে গুজরাটে সরকার ধরে রাখে বিজেপি। কিন্তু, তারপর থেকেই কংগ্রেসের নেতৃত্বের উপর ক্ষোভ বাড়তে থাকে অল্পেশ ঠাকুরদের।

লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর তা আরও বেড়ে যায়। সম্প্রতি নরেন্দ্র মোদী-অমিত শাহের প্রশংসা করাই হোক বা রাজ্যসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া – অল্পেশ ঠাকুরের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল। আর অবশেষে আজ আহমেদাবাদে বিজেপি রাজ্য সভাপতি জিতু ভাগানির হাত ধরে দুই কংগ্রেস নেতা গেরুয়া শিবিরে এলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!