এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রায় দুমাস পর জেল থেকে ছাড়া পেলেন হেভিওয়েট নেতা, মিছিলে-উল্লাসে বরণ গেরুয়া শিবিরের

প্রায় দুমাস পর জেল থেকে ছাড়া পেলেন হেভিওয়েট নেতা, মিছিলে-উল্লাসে বরণ গেরুয়া শিবিরের


বুনিয়াদপুরের প্রাক্তন বিজেপি নেত্রী মৌসুমি মজুমদারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গের্প্তার করে হয়েছিল দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার| ৫৩ দিন পর গত শুক্রবার হাইকোর্ট থেকে জামিন পেয়ে ছাড়া পেলেন তিনি| বালুরঘাট সংশোধনাগার থেকে বেরোনোর পর জেলা সভাপতিকে নিয়ে বিজেপি নেতৃত্বে শহরে মিছিল করা হয়|

গেরুয়া আবীর ও ফুলের মালা দিয়ে স্বাগত জানান দলীয় কর্মী ও সমর্থকরা| মিছিল শেষে প্রথমেই জেলা কার্যালয়ে যান জেলা সভাপতি| বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল শুভেন্দু সরকারকে।

গত ১৬ জুলাই রাতে শুভেন্দুবাবুকে পুলিশ গ্রেপ্তার করে। মৃত মৌসুমি মজুমদারের স্বামী শুভেন্দু সরকার সহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তারের পর তিনবার গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর আদালতে তোলা হয় বিজেপির জেলা সভাপতিকে। প্রথমে তিনদিনের পুলিশি হেপাজতে নেওয়ার পর আরও ৬ দিনের পুলিশি হেপাজত হয় ওই নেতার। তৃতীয়বার তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু তার মধ্যেই বালুরঘাট জেলা আদালতে পুরোনো ৪টি মামলায় দু’বার তাঁকে আদালতে তোলা হয়। সেখানেও প্রথমে ৩ দিনের পুলিশ হেপাজত ও পরে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল বিচারক। অন্যদিকে গত ৩০শে অগাস্ট জামিনের জন্য আবেদন জানানো হয় উচ্চ আদালতে এবং গতকাল সেখানেই তাঁর জামিন মঞ্জুর করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!