এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ট্যাবের বদলে টাকা – দুর্নীতি নিয়ে আগেই সাবধান করলেন দিলীপ ঘোষ

ট্যাবের বদলে টাকা – দুর্নীতি নিয়ে আগেই সাবধান করলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে ইতিমধ্যেই বেজে গিয়েছে 2021 এর বিধানসভা নির্বাচনের দামামা। খুব স্বাভাবিকভাবেই জনসমর্থন পেতে প্রতিটি রাজনৈতিক দল মরিয়া। তবে শাসক দল এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাসক দলের পক্ষ থেকে একের পর এক কর্মসূচি নেওয়া হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। দুয়ারে সরকার কর্মসূচী এখনও অব্যাহত। তারই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের স্বার্থে কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যের সাড়ে ন লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে। আর এই নিয়ে শুরু হয়েছে গেরুয়া শিবিরের কটাক্ষ। রীতিমত সাবধান করলেন রাজ্য বিজেপি সভাপতি।

কারণ করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ। পরিবর্তে চলছে অনলাইন ক্লাস। কিন্তু অনেকেই অর্থনৈতিক কারণে উপযুক্ত ফোন না থাকার জন্য অনলাইন ক্লাস করতে পারছে না। আর তাই মুখ্যমন্ত্রী পড়ুয়াদের সুবিধার্থে কিছুদিন আগেই ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাবের পরিবর্তে প্রত্যেক পড়ুয়াকে 10000 টাকা তাঁদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর তাই নিয়েই এবার তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিনের নিয়মমতো দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে ইকোপার্কে যান এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন।

এদিন দিলীপ ঘোষ দাবি করেন, প্রতিটি ব্যাপার নিয়ে যেভাবে তৃণমূল থেকে দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে এবার ট্যাবের বদলে টাকা দেওয়া নিয়েও শুরু হবে দুর্নীতি। পাশাপাশি দিলীপ ঘোষ এদিন দাবি করেন, যেসব ছাত্র ছাত্রীদের টাকা দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে তাঁদের বদলে কিন্তু তালিকায় বহু নেতা-মন্ত্রীর ছেলে মেয়ের নাম ঢুকবে। সেক্ষেত্রে বঞ্চিত হবে রাজ্যের গরিব পড়ুয়ারা। যথারীতি দুর্নীতি হবে আমফানের মতন এবং এবারের দুর্নীতির টাকা ঢুকে যাবে আগামী দিনের নির্বাচন হেতু ফান্ডে। পাশাপাশি এদিন দিলীপ ঘোষ কাঁথি মহকুমা অঞ্চলে ফিরহাদ হাকিম ও সৌগত রায়ের উপস্থিতিতে যে বিশাল তৃণমূলের পদযাত্রা হওয়ার কথা তাই নিয়ে বিদ্রুপ করেন।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতেও রাজ্যের মুখ্যমন্ত্রী ট্যাবের বদলে টাকা দেওয়ার যে ঘোষণা করেছেন তা থেকে কিন্তু দুর্নীতিকে পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না। কারণ এর আগেও মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও দুর্নীতির কালো ছায়া এড়ানো যায়নি। তাই এবারেও কি হবে তা এখনই বলা যাচ্ছেনা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার সাথে সাথে রাজ্য বিজেপি দুর্নীতি প্রসঙ্গে শাসক শিবিরকে যে ছাড়বেনা, সে কথা স্পষ্ট হয়ে গেছে এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কথায়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে জনমোহিনী বলে ব্যাখ্যা করেন রাজনৈতিক মহলের অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!