এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উচ্চ প্রাথমিকে নিয়োগে এবার বড় বাধা, কিভাবে সমস্যা মিটবে তাই নিয়েই চিন্তায় প্রার্থীরা

উচ্চ প্রাথমিকে নিয়োগে এবার বড় বাধা, কিভাবে সমস্যা মিটবে তাই নিয়েই চিন্তায় প্রার্থীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল বিরোধীদের রাজ্যের বেড়ে চলা বেকার সমস্যা। দীর্ঘদিন যাবৎ উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ব্যাপারটি স্থগিত ছিল, সেক্ষেত্রে আদালতের মামলা চলাকেই অবশ্য দায়ী করে রাজ্য সরকার। কিন্তু তৃতীয়বার সরকার গড়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে আদালতের তরফ থেকেও রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় নিয়োগ পদ্ধতি প্রয়োগ করার। আর সেই অনুযায়ী সোমবার বিকেলে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ পেয়েছে।

জানা গিয়েছে, এই তালিকায় জায়গা পেয়েছেন প্রায় 15 হাজার চাকরীপ্রার্থী। উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করে এসএসসি স্বস্তি দিলেও এখন নতুন সমস্যা। কিভাবে ইন্টারভিউ সম্পন্ন হবে, তাই নিয়েই চলছে জল্পনা। প্রসঙ্গত, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনলাইন ইন্টারভিউয়ের সম্ভাবনা তৈরি হলেও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ এসেছে, গণপরিবহণ চালু না হওয়া অব্দি  ইন্টারভিউ নেওয়া যাবেনা। অর্থায় সামনাসামনি ইন্টারভিউ নেওয়ার পরেই নিয়োগ হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ অনলাইন নয়, অফলাইনে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের মতন গুরুত্বপূর্ণ বিষয়ে অনলাইনের ওপর ভরসা রাখা যাচ্ছেনা। অন্যদিকে করোনার কারণে রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন। যানবাহন বন্ধ। অবস্থা কবে স্বাভাবিক হবে, তা নিয়েও বিশেষ কিছু জানা যাচ্ছেনা। তবে রাজ্যে করোনা সংক্রমণ এখন যথেষ্ট নিম্নমুখী। অন্যদিকে নবান্ন থেকে সোমবার ইন্টারভিউ তালিকা প্রকাশের আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেই বৈঠক থেকেই তিনি জানিয়ে দিয়েছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগের পাশাপাশি এবার প্রাথমিকেও প্রচুর নিয়োগ করা হবে। এবং সেক্ষেত্রে মেধা এবং যোগ্যতাকেই সর্বক্ষেত্রে নজরে রাখা হবে। কোন রকম লবি করে এই প্রার্থী তালিকায় স্থান পাওয়া যাবেনা বলে তিনি নিশ্চিত করেছেন। আপাতত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। তবে কবে সেই ইন্টারভিউ সম্পন্ন হবে সেদিকেই এখন কৌতুহলী নজর তালিকায় নাম ওঠা প্রার্থীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!