এখন পড়ছেন
হোম > অন্যান্য > উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে এবার সিবিআই তদন্তের ইঙ্গিত, মামলা গড়ালো হাইকোর্টে

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে এবার সিবিআই তদন্তের ইঙ্গিত, মামলা গড়ালো হাইকোর্টে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে জট যেন আর কিছুতেই কাটছে না। চাকরি হতে হতেও আটকে যাচ্ছে। এই অবস্থায় আবার নতুন সমস্যা সামনে এসেছে। কার্যত এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে মামলা হল হাইকোর্টে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পদ্ধতিতে চূড়ান্ত ত্রুটিপূর্ণ। আর তাই নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের করলেন উলুবেড়িয়ার বাসিন্দা সুব্রত মন্ডল। কার্যত সিবিআই বা সিআইডি অফিসারদের নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তদন্ত চালানোর দাবি করা হয়েছে।

দীর্ঘদিন পর উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে হাইকোর্টের তরফ থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই অনলাইন ইন্টারভিউ শুরু হয়ে গেছে। কিন্তু নিয়োগ-প্রক্রিয়ার পাশাপাশি চূড়ান্ত নিয়োগ তালিকা প্রস্তুত থাকলেও নিয়োগ এখনই হবেনা বলে জানা গেছে। সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশের অপেক্ষা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের হয়ে মামলা সওয়াল করছেন রাজ্যের advocate-general কিশোর দত্ত। তিনি জানিয়েছেন, 354 টি ক্যাটাগরিতে 14339 টি শুন্য পদে নিয়োগ করা হবে। অন্যদিকে ইন্টারভিউ শুরু হলেও সেই তালিকায় 8500 মতন অনিয়মের অভিযোগ পেয়েছে হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই এবার সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হাইকোর্টে অতিরিক্ত আধিকারিক নিয়োগের আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে প্রশ্ন উঠেছে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে কি এবার তাহলে সিবিআই অথবা সিআইডি তদন্তকারীদের মুখোমুখি হতে হবে? সম্ভাবনা এখন নেই ঠিকই, তবে অদূর ভবিষ্যতে যে থাকবেনা তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। অন্যদিকে চাকুরী সংক্রান্ত মামলায় জনস্বার্থ মামলা হাইকোর্টে করা যায়না। সেক্ষেত্রে এই মামলার গুরুত্ব কতখানি তা নিয়েও প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে মামলাকারীর সুব্রত মন্ডল এর আইনজীবী শুভ্রাংশু পন্ডা জানান, প্রথমবারের জন্য উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে তা স্পষ্ট।

দ্বিতীয় বার নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সেখানেও একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সুতরাং এত ঘনঘন দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে জনস্বার্থ মামলা করা যেতেই পারে হাইকোর্টে। পাশাপাশি আগামী দিনে যথাযথ প্রমাণ আদালতের হাতে তুলে দেবেন বলে জানান শুভ্রাংশু বাবু। একইসাথে অনেকেই প্রশ্ন তুলেছেন, একই কমিশন একাধিকবার নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। অথচ প্রত্যেকবার কিছু-না-কিছু নিয়ে ভুল সামনে আসছে। উচ্চ প্রাথমিকে নিয়োগের জট সবথেকে বেশি চিন্তায় ফেলেছে চাকরিপ্রার্থীদের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগ কবে সম্পন্ন হয়, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!