এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উচ্চ-প্রাথমিক নিয়ে মামলায় গোয়েন্দা তদন্ত নিয়ে আবারও নতুন নির্দেশ হাইকোর্টের, ক্রমশঃ দুশ্চিন্তা বাড়ছে চাকরীপ্রার্থীদের

উচ্চ-প্রাথমিক নিয়ে মামলায় গোয়েন্দা তদন্ত নিয়ে আবারও নতুন নির্দেশ হাইকোর্টের, ক্রমশঃ দুশ্চিন্তা বাড়ছে চাকরীপ্রার্থীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে এখনো জট রয়ে গিয়েছে। দীর্ঘদিনের বাধা-বিপত্তি পেরিয়ে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ শুরু হতেই নতুন করে আবার আইনি জটে চাকরি হতে হতেও আটকে যাচ্ছে। কার্যত কিছুদিন আগেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে মামলা করেন জনস্বার্থ মামলা দায়ের করেন উলুবেড়িয়ার বাসিন্দা সুব্রত মন্ডল। আর তারই শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আজ সুব্রত মন্ডলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয় আলাদা বেঞ্চে আবেদন না করে মূল মামলার সঙ্গে গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করতে হবে।

আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আজ এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছে। যেখানে মেধাতালিকায় গরমিল এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ তুলেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। ইতিমধ্যেই অবশ্য অভিযোগের গুরুত্ব বিচার করে নিয়োগের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে এই সংক্রান্ত আরো একটি মামলা করেন সুব্রত মন্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাকারীর আবেদন ছিল সিবিআই, সিআইডি বা বিশেষ তদন্তকারী দল গঠন করে উচ্চ প্রাথমিকে নিয়োগের বিষয়টি তদন্ত করা হোক। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল চালু করে সার্ভার খুলে তথ্যভান্ডার দেখানোর আবেদন করেছিলেন তিনি। পাশাপাশি বারবার নিয়োগ পদ্ধতি চালালেও কিভাবে একই ভুল করছে কমিশন বলেও প্রশ্ন তোলা হয়। এই সমস্ত আবেদনের ভিত্তিতে মঙ্গলবার  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি ছিল।

আর সেখানেই বিচারপতিরা মূল মামলার সঙ্গে কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত চালানোর আবেদনটি যুক্ত করার নির্দেশ দেন। উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে এবার গোয়েন্দা সংস্থা তদন্ত চালাবে কিনা তা আগামী দিনে হাইকোর্টের বক্তব্যে পরিষ্কার হবে। তবে বিশেষজ্ঞদের মতে, স্কুল সার্ভিসের নিয়োগ পদ্ধতি নিয়ে একের পর এক অভিযোগ যেভাবে সামনে আসছে, তাতে কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে নিয়োগ-প্রক্রিয়া। একই সাথে উচ্চ প্রাথমিকে নিয়োগের জট সবথেকে বেশি চিন্তায় ফেলেছে চাকরিপ্রার্থীদের। আপাতত আদালতের নির্দেশের দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!