এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উচ্ছ্বাসিত শিক্ষামহল থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সকলেই ! বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার!

উচ্ছ্বাসিত শিক্ষামহল থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সকলেই ! বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে করোনা আবহের জন্য বন্ধ ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান , তাই  এ বছরের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক,  মাদ্রাসা বোর্ডের বিভিন্ন সাবজেক্টের উপর কোন পরীক্ষা নেওয়া হয়নি তবে বিশেষ ভিত্তির ওপর নির্ভর করে ছাত্র-ছাত্রীদেরকে মার্কশিট প্রদান করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে । পাশের হার হয়েছে প্রায় একশো শতাংশই।  আজ বৃহস্পতিবার রাজ্যের সমস্ত কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ,যদিও এই অনুষ্ঠান ভার্চুয়ালি নবান্ন থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ১৭০০ জন আমন্ত্রিত ছাত্র-ছাত্রীদেরকে সঙ্গে  যাদের তাদের প্রত্যেককে ল্যাপটপ উপহার দিলেন মুখ্যমন্ত্রী ।

আর এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য আরো এক গুরুত্বপূর্ণ খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে জানান এবার থেকে বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে ন্যূনতম 60% নম্বর পেলেই যদিও এই বৃত্তি পেতে হলে ছাত্র-ছাত্রীদের এর আগে ন্যূনতম 75 শতাংশ নম্বর পেতে হতো  । তবে আজ থেকে রাজ্যের উচ্চশিক্ষা বিস্তারের জন্য এই নিয়ম শিথিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘোষণাতেই উচ্ছ্বাসিত শিক্ষামহল থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সকলেই ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!