এখন পড়ছেন
হোম > জাতীয় > উচ্চশিক্ষা লাভে ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে, তাৎপর্যপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষা লাভে ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে, তাৎপর্যপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে বিশেষ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এডুকেশন পলিসির এক বছর পূর্তি উপলক্ষে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি একাধিক বিষয়ের ঘোষণা করেছেন।

গতকাল প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, দরিদ্র, দলিত ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণির ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আগামী দিনে ১১ টি ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এমন একটি যন্ত্র নির্মাণ করা হয়েছে। যার সাহায্যে এগারটি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং কোর্সের ইংরেজি অনুবাদ করা সম্ভব হবে। যেসমস্ত ছাত্রছাত্রীরা আঞ্চলিক ভাষাতে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করতে চলেছে। তাদেরকে অভিনন্দন জানালেন তিনি। তিনি জানালেন, এর ফলে বিশেষত দরিদ্র ছাত্রছাত্রীরা সুবিধা লাভ করবে।

নিউ এডুকেশন পলিসির এক বছর পূর্তি উপলক্ষে দেশবাসী বিশেষ করে পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানালেন, শিক্ষক, প্রিন্সিপাল, নীতিনির্ধারকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিউ এডুকেশন পলিসিকে বাস্তব রূপ দিতে পেরেছেন। বর্তমানে তরুণদের কি শিক্ষা দেয়া হচ্ছে? তার ওপরেই আগামীদিনের প্রগতি নির্ভর করবে। তিনি জানালেন, তরুণরা পরিবর্তনের জন্য তৈরি। আর অপেক্ষা করতে ইচ্ছুক নয় তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি সমস্ত কিছু অনেকটা বদলে দিয়েছে। কিন্তু ছাত্রছাত্রীরা দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। অনলাইন শিক্ষা ব্যবস্থায় অভ্যস্থ উঠেছে ছাত্রছাত্রীরা। গত এক বছরে ২ হাজার ৩০০ কোটি বার হিট হয়েছে দীক্ষা পোর্টাল। যা থেকে বোঝা যায় এই পোর্টাল কতদূর কার্যকরী হতে পেরেছে। আগামী দিনে দেশের তরুণরা সমস্ত ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর বহন করবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে পড়ুয়ারা যাতে নিজেদের ইচ্ছামত উচ্চশিক্ষা শুরু ও শেষ করতে পারে, সে জন্য একাডেমিক ব্যাংক অব ক্রেডিট পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এক্ষেত্রে কোন ছাত্র যেমন কোন কোর্স নিয়ে পড়াশোনা করবে? তা নির্ধারণ করতে পারবে। আবার সেই কোর্সের পড়া বন্ধ করেও দিতে পারবে নিজের ইচ্ছামত।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষাক্ষেত্রে এই পরিবর্তন হল বৈপ্লবিক। তিনি জানালেন, ন্যাশনাল এডুকেশন পলিসিকে সমস্ত চাপ থেকে মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্রদের সামনে অনেক সুযোগ খুলে দেয়া হয়েছে। এখন কোন ছাত্র কতদিন ধরে পড়াশোনা করবে? তা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করবে না। সেক্ষেত্রে ছাত্ররাও সিদ্ধান্ত নিতে পারবে। সমস্ত ছাত্র নিজের আগ্রহ ও সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেবে কোন শাখায় কত দূর সে পড়াশোনা চালাবে। এভাবেই উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধা বাড়াতে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট ব্যবস্থার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক মহলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের এই পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!