এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে এবার নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের, বাড়ছে জল্পনা

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে এবার নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের নির্বাচনে তৃণমূল শিবিরের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল রাজ্যে পর্যাপ্ত চাকরির অভাব। আর এই হাতিয়ারকেই মূল অস্ত্র করে তুলেছিল তৃণমূলের বিরোধী দলগুলি। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী ক্ষমতায় আসার পর কাজের সুযোগ করে দিতে উঠে পড়ে লেগেছেন। সেই অনুযায়ী প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলার কথা জানানো হয়েছিল।

সেই অনুযায়ী ইন্টারভিউ তালিকাও প্রকাশ হয়েছিল। আর তারপরেই আবারও আইনি জটিলতা তৈরি হয়। গত 30 শে জুন উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একের পর এক জনস্বার্থের মামলা দায়ের করা হয়। মূলত ইন্টারভিউ তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তোলা হয়। সেই মামলা শুনানীতেই আদালত এবার নির্দেশ দিলো আগামী সাত দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নতুন করে প্রকাশ করার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি প্রার্থীদের নম্বরসহ এবার ইন্টারভিউ তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। একই সঙ্গে ইন্টারভিউ তালিকায় যাদের নাম নেই, তাঁদেরও বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ইন্টারভিউ তালিকা থেকে যাদের বাদ দেওয়া হলো, তাঁদের কাছে উপযুক্ত কারণ দর্শানোর কথা বলা হয়েছে। আজ কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে আদালতে তলব করা হয় এবং তীব্র ভর্ৎসনা করা হয়।

আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত ইন্টারভিউ তালিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি রাখা হয়েছে। উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ তালিকা প্রকাশ হবার পরেই সেখানে অস্বচ্ছতার অভিযোগ ওঠে যার ফলে আইনি জটিলতায় ১৪ হাজার ৩৩৯ পদে নিয়োগ আটকে গিয়েছে। আপাতত বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গেলে অবিলম্বে হাইকোর্টের নির্দেশ মেনে যাবতীয় কাজ করতে হবে। সেক্ষেত্রে নতুন করে আশার আলো দেখছে চাকরিপ্রার্থীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!