এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া কিভাবে শুরু হবে? দীর্ঘ বৈঠক শিক্ষামন্ত্রী ও কমিশনের

উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া কিভাবে শুরু হবে? দীর্ঘ বৈঠক শিক্ষামন্ত্রী ও কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই ব্যাপক টালাবাহানা চলছে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে। কার্যত একের পর এক আইনি দুর্বিপাকে আটকে ছিল উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। অন্যদিকে রাজ্যের দায়িত্ব নেওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু সেখানেও সমস্যা তৈরি হয়। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে নিয়োগের ইন্টারভিউ পদ্ধতিতে স্থগিতাদেশ জারি করা হয়। কিন্তু সম্প্রতি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। আর এবার নিয়োগ নিয়ে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক সম্পন্ন হল।

একদিকে যখন কলকাতা হাইকোর্ট থেকে নিয়োগ প্রক্রিয়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে তখন চাকরিপ্রার্থীদের একাংশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তের বিরোধিতা করে পাল্টা ডিভিশন বেঞ্চে মামলা করেছে। আর তারই পরিপ্রেক্ষিতে এই দীর্ঘ বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশন কি চিন্তাভাবনা করছে তার রিপোর্ট জমা পড়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। কার্যত ইন্টারভিউ প্রক্রিয়া চালু করতে গেলে নতুন করে আইনি জটিলতায় পড়তে হবে কি না তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

যদিও এই বৈঠক নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত কারও কাছ থেকেই পাওয়া যায়নি। কার্যত ইন্টারভিউ প্রক্রিয়া মামলা করার কারণে শুরু করা যাবে কিনা এবং শুরু করা গেলেও সে ক্ষেত্রে রাজ্যের অবস্থান কি তা নিয়ে প্রশ্ন তোলেন এসএসসি চেয়ারম্যান। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানা যাচ্ছে চলতি সপ্তাহেই ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সেক্ষেত্রে হয়তো আগামী সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে সামনের সপ্তাহে আছে ঈদের ছুটি, পাশাপাশি লকডাউন বিধিনিষেধ আরো বাড়ানো হয়েছে। যার ফলে লোকাল ট্রেন বন্ধ। তাই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও সেখানে চাকরিপ্রার্থীরা কতটা আসতে পারবেন বিভিন্ন জায়গা থেকে তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কমিশন। জানা যাচ্ছে, দু-একদিনের মধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কথা বলা হয়েছে কমিশনের তরফ থেকে। সূত্রের খবর, বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এসএসসি চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেছেন। আর সেখানেই ইন্টারভিউ কবে থেকে শুরু করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ, ইন্টারভিউসহ নিয়োগ প্রক্রিয়া কাজ শুরু করার জন্য। সেক্ষেত্রে যদি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু না করা হয়, তাহলে হাইকোর্টের নির্দেশ অবমাননার দায়ে পড়তে হবে স্কুল সার্ভিস কমিশনকে।

অন্যদিকে আবার ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীদের একাংশ মামলা করায় পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে। এই নিয়েও যথেষ্ট চিন্তিত কমিশন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আইনি পরামর্শ নেওয়ার আবেদন করেছেন। আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে জল্পনা চলছে। কার্যত চাকরিপ্রার্থীরা নানা আশঙ্কায় ভুগতে শুরু করেছেন। ইন্টারভিউ শুরু হলেও সেই ইন্টারভিউতে যোগদান করাই এখন বড় সমস্যা। কারণ লোকাল ট্রেন চলছেনা। সব মিলিয়ে পরিস্থিতি যে অত্যন্ত চিন্তাদায়ক হয়ে উঠছে তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। এই জটিল পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, এখন সেদিকেই নজর রেখেছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!