এখন পড়ছেন
হোম > রাজ্য > উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে বিক্ষোভ চরমে! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ!

উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে বিক্ষোভ চরমে! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতিমারি করোনা ভাইরাসের কারণে এবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে সংসদ এবং পর্ষদের পক্ষ থেকে নম্বর বসিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর খুশি হতেই দেখা গেছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের। কিন্তু সেদিক থেকে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর।

যেখানে প্রচুর অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রকাশ হওয়ার পরেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। বিভিন্ন স্কুলে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেন পরীক্ষা না নিয়েই এত কম নম্বর দেওয়া হল, সেই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। অনেকেই পথ অবরোধ করে সরব হয়েছেন। আর এই পরিস্থিতিতে ক্রমশ চাপ বাড়ছে রাজ্য সরকার থেকে শুরু করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওপর। তাই এবার পরিস্থিতি সামলাতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, ইতিমধ্যেই গোটা বিষয়টি জানতে নবান্নের পক্ষ থেকে তলব করা হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসকে। যেখানে কেন এই রকম ঘটনা ঘটল, সেই ব্যাপারে তার কাছে প্রশ্ন করা হয়েছে। যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে স্কুলগুলি যদি কম নম্বর পাঠিয়ে থাকে, তাহলে তাদের কিছু করার নেই। এদিকে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে এবার সেই বিক্ষোভের জেরে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই ভেঙে না পড়ে, তার জন্য বাড়তি সর্তকতা অবলম্বন করল রাজ্য সরকার। যেখানে বিভিন্ন জেলার প্রশাসনকে ইতিমধ্যেই এই গোটা বিষয়টি দেখভাল করার জন্য বার্তা দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বর্তমান পরিস্থিতিতে যদি ছাত্র ছাত্রীদের বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে, তাহলে সরকারের পক্ষে তাকে কোনমতেই সামাল দেওয়া যাবে না‌। তাই উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বিতর্ক তৈরি হতেই তা তড়িঘড়ি মেটানোর চেষ্টা করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে নবান্নে নির্ধারিত সময়ের আগেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ক্ষোভ প্রশমনের জন্য সেই বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও বা সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে।

আর এই পরিস্থিতিতে নবান্নের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ নিয়ে জেলায় জেলায় নজরদারি রাখার কথা জানিয়ে দেওয়া হল। অর্থাৎ কোনোভাবেই যাতে পরিস্থিতি সামাল দিতে এবং সেই বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা ভেঙে না পড়ে, সেই বিষয়টি দেখভাল করার পরামর্শ দিল রাজ্য প্রশাসন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে অসন্তোষ তৈরি হওয়া ছাত্র-ছাত্রীদের এই বিক্ষোভ সামাল দিতে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!