এখন পড়ছেন
হোম > রাজ্য > উচ্চ প্রাথমিক নিয়োগে বড় জটিলতা, অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি, জেনে নিন

উচ্চ প্রাথমিক নিয়োগে বড় জটিলতা, অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে জটিলতা কাটছে না কিছুতেই। ইন্টারভিউ তালিকা প্রকাশ করার পরেও তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের এবং যার পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। আর এই পরিস্থিতিতে এবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের অভিযোগ করার সময়সীমা আরও বাড়িয়ে দিল কমিশন। যার ফলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। অর্থাৎ বিতর্ক থেকে দূরে থাকতেই কমিশনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হল বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে যদি কারও কোনো অভিযোগ থাকে, তাহলে তা স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে জমা করতে হবে। এক্ষেত্রে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত সেই অভিযোগ জমা করা যাবে বলে খবর। মূলত ডকুমেন্ট মুখ বন্ধ খামে ভরে দিয়ে তারপর বড় হাতের ইংরেজিতে ঠিকানা লিখে তা স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে জমা দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও ই-মেইলের মাধ্যমেও সেই অভিযোগ জানানো যাবে। যার জেরে অনেকে বলছেন, আদালতে মামলা হওয়ার কারণে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে কমিশন। আর সেই কারণেই এখন অভিযোগকারীদের সমস্ত অভিযোগ শুনে দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়, তার জন্যই এই পদক্ষেপ। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে সর্ব রকম চেষ্টা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে রাজ্য সরকার। তৃতীয় বার ক্ষমতায় আসার পরই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ করার পরেই তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়া যে বন্ধ থাকবে, তা জানিয়ে দেয় আদালত। স্বভাবতই কমিশনের পক্ষ থেকে যে কিছুটা হলেও ত্রুটি-বিচ্যুতি হয়েছে এবং তার জন্যই যে নিয়োগ-প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন উঠছে, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে যায় সমালোচক মহলের একাংশ। আর এই পরিস্থিতিতে অবশেষে গোটা ব্যাপারটি থেকে বিতর্কের নিষ্পত্তি করতে স্কুল সার্ভিস কমিশন অভিযোগ জানানোর ব্যবস্থা করে দিল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!