এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উচ্চবিত্ত পরিবারের মেধাবী ছাত্রীকে অপহরণ বাংলার বুকে? NEET পরীক্ষার্থীর স্কুটি উদ্ধারের রহস্য

উচ্চবিত্ত পরিবারের মেধাবী ছাত্রীকে অপহরণ বাংলার বুকে? NEET পরীক্ষার্থীর স্কুটি উদ্ধারের রহস্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ছিল বেলঘরিয়ায়, পৌঁছে গেল মুর্শিদাবাদে। রাতারাতি কিভাবে শুধুমাত্র স্কুটি নিয়ে মুর্শিদাবাদ পৌঁছানো যায় তা নিয়ে এখন পুলিশ ধন্দে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যাবেলায়। বেলঘড়িয়ার একটি উচ্চবিত্ত পরিবারের মেধাবী ছাত্রী হল রক্ষিত মিত্তল। সামনেই নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। কিন্তু তার মাঝেই ঘটে গেল অঘটন। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোনোর পর সেই মেয়ে আর বাড়ি ফিরল না। পুলিশ হন্যে হয়ে খোঁজা শুরু করেছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ বাড়ি থেকে রক্ষিত মিত্তল তাঁর স্কুটি এবং হেলমেট নিয়ে বেরিয়ে যায়। কিছু সময় পরেই তাঁর বাড়িতে ফিরে আসার কথা, কিন্তু রাত বারলেও রক্ষিত বাড়ি ফেরেনা।

বাড়িতে না ফিরতে দেখে রক্ষিতের পরিবারের লোকজন ছুটে যায় বেলঘড়িয়া থানায়। তারপর থেকেই বেলঘড়িয়া থানার পুলিশ ছাত্রী অন্তর্ধানের তদন্তে নামে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী রক্ষিতের শেষ অস্তিত্ব মিলেছে দত্তপুকুর এলাকায়। তারপর থেকেই তাঁর মোবাইল সুইচড অফ হয়ে যায় বলে জানা গেছে। তার আগে অবশ্য তাঁকে বেলঘড়িয়া আলমবাজারের মন্দিরে পুজো দিতে দেখা যায় সেখানকার সিসিটিভির রেকর্ড অনুযায়ী। কিন্তু তারপর সে তাঁর স্কুটি নিয়ে কোথায় পৌঁছে গেল, তার কোন হদিস এখনো পর্যন্ত নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মঙ্গলবার সারারাত পুলিশ রক্ষিতকে খুঁজেও যখন কোনো হদিশ পায় না, সেই অবস্থায় বুধবার সকালে বেলঘড়িয়া থানার পুলিশের সঙ্গে হঠাৎ যোগাযোগ করে মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ। এবং খবর পাওয়া যায় একটি আমবাগানে রক্ষিতের স্কুটি এবং হেলমেট পাওয়া গিয়েছে। কিন্তু আশেপাশে কোনো এলাকায় রক্ষিতের খোঁজখবর মেলেনি। রক্ষিতের পরিবার দাবি করেছে, তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে।

কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, অপহরণ করা হলে এখনো পর্যন্ত মুক্তিপণের জন্য কোন ফোন আসেনি কেন? তাহলে কি পরীক্ষার ভয়ে আত্মগোপন করেছে রক্ষিত মিত্তল? সমস্ত প্রশ্নের উত্তর এখন একমাত্র রয়েছে রক্ষিতের কাছেই। আর তাই রক্ষিতের খোঁজ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই রক্ষিতের অভিভাবকগণ ভেঙে পড়েছেন। তবে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব রক্ষিতের হদিশ জানার চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!