এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উদ্বাস্তুদের জন্য চমকপ্রদ ঘোষণা মমতার! নির্বাচনী চমক, দাবি বিরোধীদের

উদ্বাস্তুদের জন্য চমকপ্রদ ঘোষণা মমতার! নির্বাচনী চমক, দাবি বিরোধীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দরজায় কড়া নাড়ছে 2021 এর বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি। যেভাবে তৎপরতা শুরু হয়েছে, তাতে খুব দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আর তার আগে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নিজেদের মত করে প্রস্তুতি নিতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল কারা মানুষের পাশে থাকে, তা প্রমাণ করতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে অনুমোদনহীন উদ্বাস্তুদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে রাজ্য সরকারের জমিতে যে সমস্ত অনুমোদনের উদ্বাস্তু কলোনি আছে, তা চিহ্নিত করে দ্রুত যাতে অনুমোদনের ব্যবস্থা করা হয়, তার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে এবার ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে। সূত্রের খবর, এদিন নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেখানেই তিনি বলেন, “দুই বছরে 213 টি উদ্বাস্তু কলোনির অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে 30000 পাট্টা দেওয়া হয়েছে। আরও 12 হাজার প্রস্তুত আছে। যে কোনো সময় দেওয়া হবে। আজ 31 টি কলোনির অনুমোদন দেওয়া হয়েছে।” মূলত কোনো উদ্বাস্তুরা যাতে বাদ না যান, তার জন্যই এদিনের সাংবাদিক বৈঠক থেকে বারেবারেই মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর উদ্বাস্তুদের জন্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যে নির্বাচনের আগে বড় বিষয়, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের জন্য এই ঘোষণা করলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। তাদের পাল্টা দাবি, আসলে নির্বাচনের আগে এটা চমকপ্রদক ঘোষণা‌। মানুষের সমর্থন পেতে এখন নানা চেষ্টা করছে সরকার। কিন্তু এসব করে কাজের কাজ কিছুই হবে না। বিশ্লেষকরা বলছেন, ভোট বড় বালাই। নির্বাচনের আগে শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল অতি সক্রিয় হয়ে ওঠে মানুষের মন পাওয়ার জন্য। যার অঙ্গ হিসেবে সরকারে যারা থাকে, তারা বিভিন্ন প্রকল্প যেমন চালু করতে শুরু করে, ঠিক তেমনই বিরোধীরা মানুষের দরজায় দরজায় কড়া নাড়তে থাকে।

আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের 2021 এর বিধানসভা নির্বাচন অত্যন্ত জমজমাট হতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিজেপির মধ্যে প্রধান লড়াই হবে বলে মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর উদ্বাস্তুদের জন্য এই ঘোষণা ভোটব্যাঙ্ককে কতটা শ্রীবৃদ্ধি করে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!