এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > উদ্বেগ বাড়াচ্ছে আফগানিস্থান, গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

উদ্বেগ বাড়াচ্ছে আফগানিস্থান, গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কুড়ি বছরের স্মৃতি আবার ফিরে এসেছে আফগানিস্তানে। তালিবানি শাসন আবার কায়েম হয়েছে আফগানিস্তানে। আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন বহু মানুষ। আফগানিস্তানে থাকা ভারতীয়রা দেশে ফিরতে শুরু করেছেন। ১৪৬ জন ভারতীয় দেশে ফিরে এসেছেন। তবে, এখনও অনেকে আফগানিস্থানে আটকে রয়েছেন। কাবুল থেকে প্রতিদিন দুটি বিমান চালাবার অনুমোদন দেওয়া হয়েছে ভারতকে। বায়ুসেনার বেশকিছু বিমান কাবুল থেকে বন্দি ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে আফগানিস্তান নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী একটি টুইট করেছেন। যে টুইটে তিনি জানিয়েছেন যে, আগামী ২৬ সে আগস্ট সকাল ১১ টার সময় একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হবে। এই বৈঠকে সমস্ত দলের নেতাদের সামনে আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইমেইলের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার আফগানিস্তান বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের অবগত করতে বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে বিস্তারিত ভাবে সকলের কাছে বক্তব্য রাখবেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিকে, আফগানিস্তানে বন্দি থাকা ভারতীয়দের ছাড়াও সেখানকার হিন্দু ও শিখ নাগরিকদেরও দেশে আশ্রয় দেওয়ার ব্যাপারে পরিকল্পনা রয়েছে ভারতের। এখনো বহু ভারতীয় আফগানিস্থান আটকে রয়েছেন। এমনও অনেকে রয়েছেন যে, যারা কাবুল থেকে কোনরকমে বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু, এখনো তাঁরা দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেননি। পাসপোর্ট এর সমস্যায় আটকে আছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!