এখন পড়ছেন
হোম > অন্যান্য > উদ্বেগ কাটিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! এই বছরের মধ্যেই হাতে আসবে করোনার টিকা? জানুন বিস্তারে

উদ্বেগ কাটিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! এই বছরের মধ্যেই হাতে আসবে করোনার টিকা? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ মারন ভাইরাস করোনার এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। প্রায় প্রতিটি দেশ এই প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করলেও তাতে এখনও সাফল্য মেলেনি। তবে এবার করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসা নিয়ে আশার আলো দেখা দিতে শুরু করেছে। সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বাজারে এসে যাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। জানা গেছে, এই ভ্যাকসিন আবিষ্কারের ট্রায়ালের অগ্রগতি দেখেই কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আজকালের মধ্যেই ফের ভারতবর্ষে কোভিশিল্ডের দ্বিতীয় এবং তৃতীয় দফার ট্রায়াল শুরু হয়ে যাবে। দেশীয় প্রযুক্তিতে ট্রায়াল’ যাতে তৎপরতার সঙ্গে চলে, তার দিকে বাড়তি ভাবে নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের টিকা বাজারে এলে কিভাবে তা রাজ্যগুলোর মধ্যে বন্টন করা হবে, তার ব্যাপারেও ব্লু প্রিন্ট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। তবে চলতি বছরে করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা বাজারে চলে এলেও এর কোনো নেতিবাচক প্রভাব কারো উপর পড়বে কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে আশঙ্কা। তবে আইসিএমআরের স্বাস্থ্যপত্রিকা ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চের পক্ষ থেকে এই ব্যাপারে আশার কথা শোনানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার কমিউনিকেবল ডিজিজ বিভাগের প্রাক্তন ডিরেকটর রাজেশ ভাটিয়া বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে বিশ্বজুড়ে 165 টি ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তারমধ্যে ভারতের তিনটি রয়েছে। এই বছরের শেষেই ভারতের বাজারে এসে যাবে এই ভ্যাকসিন। করোনা আটকানোর কোনো নির্দিষ্ট ওষুধ নেই। দেশ-বিদেশে করোনা রোগীদের হয় পৃথকভাবে না হলে হাইড্রক্সিক্লোরোকুইন, এজিথ্রোমাইসিনের মত ওষুধ জরুরী ভিত্তিতে প্রয়োগ করা হয়েছে। কিন্তু কোভিডের নির্দিষ্ট ওষুধ মেলেনি। তাই ভ্যাকসিনই একমাত্র পথ।”

এদিকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে এক গ্লাস জল বা দুধের সঙ্গে এক চামচ চবনপ্রাস গুলে খাওয়ার পরামর্শ দিচ্ছে আয়ুষ মন্ত্রক। কিন্তু এত কিছু সত্ত্বেও করোনা ভাইরাস যেভাবে ভয়াবহ আকার ধারণ করছে গোটা দেশে, তাতে সঠিক ভাবে একে প্রতিরোধ করার মত কোনো ভ্যাকসিন আবিষ্কার না হলে এই রোগ কমার কোনো লক্ষ্মন নেবে না‌। তাই অবিলম্বে যাতে ভ্যাকসিন বাজারে আসে, তার জন্য নানা সময় নানা গুঞ্জন চলেছে। কিন্তু এবার চলতি বছরেই যেভাবে ভ্যাকসিন আসার কথা শোনা গেল, তাতে দেশবাসীর মধ্যে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। এখন সত্যি সত্যিই আশার আলো দেখিয়ে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে করোনার ভ্যাকসিন বাজারে আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!