এখন পড়ছেন
হোম > জাতীয় > উদ্বেগ তীব্র করে আরো বাড়লো দেশের দৈনিক করোনা সংক্রমণ, সেইসঙ্গে লম্বা হলো মৃত্যুর মিছিল

উদ্বেগ তীব্র করে আরো বাড়লো দেশের দৈনিক করোনা সংক্রমণ, সেইসঙ্গে লম্বা হলো মৃত্যুর মিছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষের গন্ডি অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হলেন প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার মানুষ। সেই সঙ্গে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬০০ জনেরও বেশি মানুষের। তুলনায়, করোনা মুক্তের সংখ্যা যথেষ্ট কম। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন প্রায় ২ লক্ষ ২০ হাজার মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন। আর এখনো পর্যন্ত করোনার ভ্যাকসিন পেয়েছেন দেশের মোট ১৩,৮৩,৭৯,৮৩২ জন।

বেশকিছু মার্কিন গবেষক জানিয়েছেন যে, আগামী মাসের মাঝামাঝি সময়ে দেশের দৈনিক করোনা সংক্রমণ আরো তীব্র আকার ধারণ করবে, প্রতিদিন ৫ হাজার মানুষের মৃত্যু ঘটতে পারে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে করোনা আক্রান্ত হতে পারেন ৩৩ থেকে ৩৫ লক্ষ মানুষ, এমন আশঙ্কা প্রকাশ করেছেন কানপুর ও হায়দ্রাবাদ আইআইটির বেশ কিছু বিজ্ঞানী। তবে, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের আশা, আগামী মাসের শেষ দিক থেকে দেশের করোনা সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!