এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বড়সড় ক্ষতির মুখে পরে এবার তুমুল উদ্বেগের মধ্যে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি, জানুন বিস্তারে

বড়সড় ক্ষতির মুখে পরে এবার তুমুল উদ্বেগের মধ্যে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ভারতীয় অংশীদারি সংস্থা ফিউচার গ্রুপের সঙ্গে আমেরিকার ই-কমার্স সংস্থা অ্যামাজনের বিরোধ সিঙ্গাপুরের আদালত পর্যন্ত পৌঁছে গেল। যার ফলে উদ্বেগ বাড়ছে শিল্পপতি মুকেশ আম্বানির। কারণ, এই বিরোধের নিষ্পত্তি না হলে ফিউচার গ্রূপের খুচরো (রিটেল) ব্যবসা কিনে নিতে পারছে না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফিউচার গ্রুপের রিটেল সংস্থাকে ৩৪০ কোটি ডলারে কিনে নিতে ইতিমধ্যেই সম্মত হয়েছে।কিন্তু এরফলে তা আটকে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

এদিকে আমেরিকার ই-কমার্স সংস্থা অ্যামাজনের ব্যবসার ভারতীয় অংশীদার হলো ফিউচার গ্রুপ। গতবছর ফিউচার গ্রুপের এক ব্যবসায়ীক চুক্তিতে এর ৪৯ শতাংশ শেয়ার অ্যামাজন কিনেছিল। অ্যামাজন দাবি করেছে, গত বছর ফিউচার গ্রুপের সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে ফিউচার গ্রুপের ফিউচার রিটেল লিমিটেড অ্যামাজন কিনে নিতে পারবে। অ্যামাজন অভিযোগ করেছে যে, এই চুক্তির শর্ত ভেঙে ফিউচার গ্রুপ তাদের ক্ষুদ্র সংস্থা ফিউচার রিটেল লিমিটেডকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কাছে বিক্রি করে দিতে রাজি হয়েছে। এর বিরুদ্ধে মামলা চলছে সিঙ্গাপুর আদালতে।

অ্যামাজন দাবি করেছে যে, আদালতে যতদিন না এই মামলার নিষ্পত্তি হবে, ততদিন ফিউচার গ্রূপ তাদের রিটেল সংস্থার বিক্রিকে বন্ধ রাখবে। এজন্য ভারতের কম্পিটিশন কমিশনের কাছে চিঠি দিয়েছে অ্যামাজন। অন্যদিকে, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিক্রি যদি স্থগিত রাখা হয় বা বিক্রি বন্ধ করা হয়, তবে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই লড়াই অ্যামাজনের সঙ্গে ফিউচার গ্রুপের লড়াই নয়। এই লড়াই ভারতের খুচরো বাজারের দখল নিয়ে অ্যামাজন ও রিলায়েন্স এর লড়াইয়ে পরিণত হয়েছে। অ্যামাজনের প্রধান জেফ বেজোসের সঙ্গে রিলায়েন্সর প্রধান মুকেশ আম্বানির লড়াইয়ে উভয়ের হাতের পুতুলে পরিণত হয়েছে কিশোর বিয়ানির ফিউচার গ্রুপ।

গত মে মাসে ফিউচার সংস্থাগুলিতে নিজেদের প্রাধান্য বাড়ানোর চেষ্টা ছিল অ্যামাজন এর , সেসময়ই মুকেশের সংস্থার সঙ্গে ফিউচার রিটেল লিমিটেডের চুক্তি হয়েছিল। অনেকে মনে করছেন যে, ফিউচার গ্রুপের রিটেল ব্যবস্যা ও তাদের পাইকারি, লজিস্টিকস, ওয়্যারহাউজিং ইউনিট রিলায়েন্স এর হাতে চলে যাবে, যা অ্যামাজন কিছুতেই মেনে নিতে পারছে না। এই পরিস্থিতিতে সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত গত ২৫ শে অক্টোবর এটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। যা অ্যামাজনকে আনন্দিত করেছে।

তবে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দাবি করেছে যে, সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতের এই রায় ফিউচার রিটেল লিমিটেডের বিক্রি বন্ধ করতে পারবে না। কারণ ফিউচার রিটেল সংস্থা ফিউচার গ্রুপের এই ব্যবসা শেয়ার বাজারের নথিভুক্ত নয়। ফিউচার রিটেল ৪৯ % শেয়ারের মধ্যে পরে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!