এখন পড়ছেন
হোম > অন্যান্য > উহান ল্যাব থেকেই কি ছড়িয়েছে মরণব্যাধি করোনা? সামনে এল মার্কিন গবেষকদের গোপন রিপোর্ট

উহান ল্যাব থেকেই কি ছড়িয়েছে মরণব্যাধি করোনা? সামনে এল মার্কিন গবেষকদের গোপন রিপোর্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চীনের উহান ল্যাব থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মারন ভাইরাস করোনা। ইউরোপের একাধিক দেশ ও আমেরিকা এই অভিযোগ বারবার করেছে। তবে চীন এই অভিযোগ সবসময় অস্বীকার করেছে। এবার এ প্রসঙ্গে এক বিশেষ রিপোর্ট গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত হয়েছে। যেখানে জানানো হয়েছে, গত ২০২০ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে করোনার উৎস নিয়ে গবেষণা করছিলেন বেশ কিছু গবেষক। তারা গবেষণায় দেখিয়েছেন, দুর্ঘটনাবশত উহান ল্যাব থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি,করোনা ভাইরাসের উৎস খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এরপর থেকেই এ কাজ শুরু হয়েছে পুরোদমে। সম্প্রতি এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে। যেখানে গবেষকেরা জানিয়েছেন, চীনের উহান ল্যাবের সঙ্গে করোনা ভাইরাসের কোন সম্পর্ক রয়েছে কিনা? সে বিষয়ে আরো বেশি তদন্ত করা দরকার। করোনাভাইরাসকে জিনোমিক অন্যালাইসিসের ভিত্তিতে পর্যবেক্ষণ করে রিপোর্ট দিয়েছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই রিপোর্টে গবেষকেরা জানিয়েছেন যে, দুটি বিশেষ কারণে করোনা মহামারী ছড়িয়ে পড়তে যেতে পারে। যার মধ্যে একটি হলো দুর্ঘটনার কারণে উহান ল্যাব থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। দ্বিতীয়টি হলো, এই ভাইরাস বাদুরের দেহ থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। ইতিপূর্বে একাধিক মার্কিন গবেষক জানিয়েছিলেন যে, গত ২০১৯ সালের নভেম্বর মাসে উহান ল্যাবে গবেষণার সময় তিনজন বিজ্ঞানী প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কবে, কখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল? তার সমস্ত কিছুর বিবরণ দেওয়া হয়েছিল মার্কিন সংবাদপত্রতে।

তবে, চীনের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছিল। চীনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, চীনের পরীক্ষাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ করে, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে আমেরিকা। আবার, কয়েক মাস আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধিদল করোনার উৎস সন্ধান করতে চিনে গিয়েছিলেন। প্রথমে তাদের চীনে প্রবেশে বাধা দেয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়। তারা জানিয়েছেন, কোন একটি প্রাণীর শরীর থেকে মানুষের দেহে এই রোগ ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, বাদুড় জাতীয় কোন প্রাণীর দেহ থেকে এই রোগ মানুষের দেহে ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!