এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আল্টিমেটাম ডিসেম্বর? তারপর আর তৃণমূল দলটাই থাকবে না? বড়সড় তথ্য ‘ফাঁস’ করে দিলেন দিলীপ ঘোষ!

আল্টিমেটাম ডিসেম্বর? তারপর আর তৃণমূল দলটাই থাকবে না? বড়সড় তথ্য ‘ফাঁস’ করে দিলেন দিলীপ ঘোষ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল শুক্রবার মন্ত্রিত্ব ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আবার এদিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। একের পর এক বিধায়ক বিদ্রোহ শুরু করেছেন তৃণমূল দলে। এই ঘটনা উচ্ছসিত করেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপি শিবিরকে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে বিজেপি নেতাদের। আজ রবিবার প্ৰাতঃভ্ৰমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, আগামী ডিসেম্বর মাসেই দুধ ও জল আলাদা হয়ে যাবে। উঠে যাবে তৃণমূল দলটি।

আজ রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বক্তব্য রাখেন তিনি। তিনি জানান যে, শাসকদল তৃণমূলে ডিজাস্টার ম্যানেজমেন্ট শুরু হয়েছে। তারা এখন দলের ভাঙ্গন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন। আগামী ডিসেম্বর মাসটা তৃণমূল দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারন এই মাসেই দুধ ও জল পৃথক হয়ে পড়বে। তৃণমূল দলটাই আর থাকবে না।

আবার, আগামী ৭ ই ডিসেম্বরের সভা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন যে, মানুষ অনেক আশা করেছিলেন মুখ্যমন্ত্রীর উপরে। কিন্তু জঙ্গলমহলে কোনো উন্নতিই করতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ কারণেই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। এখন জঙ্গলমহলে গিয়ে পড়ে থাকলেও কোনো লাভ হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোচবিহার দক্ষিনে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন যে, অভিমানের কারণে দল ত্যাগ করেছেন মিহির গোস্বামী। এরকম আরো চলবে। আবার কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলাকে গুজরাট বানানোর কথা বলেছিলেন। আজ আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বললেন, ” গুজরাটে শিল্প হয়েছে, শিক্ষা হয়েছে, উন্নতি হয়েছে। তাই বাংলাকে গুজরাট বানাবই।”

প্রসঙ্গত, গতকাল শনিবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। গতকাল তিনি বলেছিলেন যে, পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি চলছে, তাতে রাজ্য সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে যে কোনো দিন রাজভবনে রাজ্যপালের ডাক পেতে পারেন মুখ্যমন্ত্রী। এদিকে আগামী ৭ ই ডিসেম্বর তিনি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে, পরিস্থিতি যেমন চলছে, তাতে কদিন পর তৃণমূল বলে আর কোন দলই থাকবে না।

এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে যখন তীব্র অন্তদ্বন্দ্ব চলছে, সেই পরিস্থিতিতে একেবারে আলটিমেটাম দিলেন তৃণমূলকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাড়িয়ে দিলেন তীব্র জল্পনা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!