এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > উল্টো জাতীয় পতাকা তুলে তীব্র অস্বস্তিতে রাজ্য বিজেপি সভাপতি, রাজ্য জুড়ে তীব্র সমালোচনা

উল্টো জাতীয় পতাকা তুলে তীব্র অস্বস্তিতে রাজ্য বিজেপি সভাপতি, রাজ্য জুড়ে তীব্র সমালোচনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে পালন হচ্ছে মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সংগীত গেয়ে পালন করা হচ্ছে আজকের দিনটি। এই রাজ্যেরও প্রতিটি রাজনৈতিক দল নিজের মতন করে প্রজাতন্ত্র দিবস পালন করে চলেছে। তবে এই প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে চরম বিড়ম্বনার মুখোমুখি হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বর্তমানে তিনি বীরভূম জেলায় রয়েছেন। মঙ্গলবার সকালে তিনি রামপুরহাটের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রজাতন্ত্র দিবস পালন হেতু জাতীয় পতাকা উত্তোলন করতেই আসল বিড়ম্বনার সৃষ্টি হয়। দেখা যায়, পতাকাটি উল্টো হয়ে রয়েছে। যথারীতি এই ছবি ভাইরাল হয়ে যায় মুহুর্তের মধ্যে। আর তারপরেই রাজ্য জুড়ে শুরু হয়ে যায় তীব্র সমালোচনা। দেশপ্রেম, দেশভক্তি নিয়ে গেরুয়া শিবিরের একের পর এক মন্তব্যের পর যেভাবে জাতীয় পতাকা উল্টো অবস্থায় উত্তোলন হলো তা অত্যন্ত অস্বস্তিকর গেরুয়া শিবিরের পক্ষে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা অবশ্য চোখে পড়া মাত্রই দিলীপ ঘোষ নির্দেশ দেন পতাকা নামিয়ে সঠিকভাবে উত্তোলন করার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেভাবেই তাঁর নির্দেশ পালন করে উপস্থিত কার্যকর্তারা। পাশাপাশি দিলীপ ঘোষ নিজেও ঘটনাটিকে অত্যন্ত অস্বস্তিকর বলে দাবি করেছেন। তবে তিনি জানিয়েছেন, যা ঘটেছে তা ভুল করেই হয়েছে। যারা দায়িত্বে ছিলেন, তাঁরা ভুলবশত এটি করেছেন এবং পরে তাঁরাই সংশোধন করে নিয়েছেন। কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, গেরুয়া শিবির থেকে দেশপ্রেম নিয়ে বরাবরই বক্তব্য রাখতে শোনা যায় বিভিন্ন নেতাদের। সেখানে কিভাবে উল্টো পতাকা উত্তোলিত হল?

যথারীতি এই ঘটনাকে রাজনৈতিক মহলের অনেকেই বাঁকা চোখে দেখছেন। সমাজের বিভিন্ন স্তর থেকে এই ঘটনাটি জাতীয় পতাকার অবমাননা বলে চিহ্নিত করছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দলগুলি তীব্র কটাক্ষ শুরু করেছে গেরুয়া শিবিরের প্রতি। আপাতত দেখার দিলীপ ঘোষ ব্যাপারটিকে সেই সময় সামাল দিলেও আগামী দিনে এই ইস্যুটি যে বড়োসড়ো আকারে সামনে আসতে চলেছে, সেটিকে তিনি কীভাবে সামাল দেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!