এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উলুবেড়িয়া উপনির্বাচন বিজেপি প্রার্থী: ইসরাত জাহানের পাশাপাশি উঠে এল অন্য নাম

উলুবেড়িয়া উপনির্বাচন বিজেপি প্রার্থী: ইসরাত জাহানের পাশাপাশি উঠে এল অন্য নাম


উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট নিজেদের প্রার্থী ঘোষণা করে দিলেও, এ ব্যাপারে এখনো কিছু জানায়নি বিজেপি। ফলে ছাড়িয়েছে একের পর এক জল্পনা। প্রথমে শোনা যাচ্ছিল বিজেপি উলুবেড়িয়ায় প্রার্থী করতে পারে গত বিধানসভা ভোটে বার্নপুর থেকে বিজেপি প্রার্থী হওয়া কর্নেল দীপতাংশু চৌধুরীকে, কিন্তু তিনি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে শাসকদলে যোগ দেওয়ায় সেই সম্ভবনা গোড়াতেই বন্ধ হয়ে যায়। এরপর শোনা যায় তিন তালাক ইস্যুতে জনপ্রিয় মুখ ইসরাত জাহান বিজেপিতে যোগদান করেছেন, আর উলুবেড়িয়াতে তিনিই হতে চলেছেন বিজেপির প্রার্থী। কিন্তু হঠাৎ করেই উলুবেড়িয়াতে বিজেপি প্রার্থী হিসাবে নাম ভেসে উঠল হাওড়া (গ্রামীণ) বিজেপি সভাপতি অনুপম মল্লিকের।
আর এই জল্পনা আর প্রবল হয়েছে কারণ তাঁকে নিয়ে দলীয় কর্মীদের একাংশের প্রচার শুরু হয়ে গেছে পুরোদমে। উলুবেড়িয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অনুপমবাবু এটা ধরে নিয়েই শুরু হয়ে গিয়েছে প্রচার। যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। যদিও প্রার্থীপদের বিষয়টি উড়িয়ে দিয়েছেন অনুপমবাবু নিজে। তিনি জানিয়েছেন, কে প্রার্থী হবে তা সোশ্যাল বা কোনও মিডিয়া ঠিক করবে না, যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিল্লি থেকে লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হবে। যে সকল ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্ট করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনে প্রার্থী নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন বিজেপি রাজ্যনেতৃত্ত্ব, তাই একের পর এক জল্পনা উঠেই আসছে বিভিন্ন সূত্র থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!