উলুবেড়িয়া উপনির্বাচন ফলাফল: তৃতীয় রাউন্ডের শেষে কে এগিয়ে, কে পিছিয়ে? বিশেষ খবর রাজ্য February 1, 2018 উলুবেড়িয়া উপনির্বাচন ফলাফল: তৃতীয় রাউন্ডের শেষে কে এগিয়ে, কে পিছিয়ে? মোটামুটিভাবে উলুবেড়িয়া লোকসভার তৃতীয় রাউন্ডের গণনা শেষ। সকাল ১১:৩০ টায় পাওয়া খবর অনুযায়ী উলুবেড়িয়া লোকসভায় বর্তমানে তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ প্রায় ৯৫,০০০ ভোটে এগিয়ে দ্বিতীয়স্থানে বিজেপির অনুপম মল্লিক তৃতীয় স্থানে সিপিআইএমের সাবিরউদ্দিন মোল্লা চতুর্থ স্থানে কংগ্রেসের মোদাসের হোসেন ওয়ারসী দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ ৪২,৪১৮ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৭৭,৬৯৫ দ্বিতীয়স্থানে বিজেপির অনুপম মল্লিক, প্রাপ্ত ভোট ৩৫,২৭৭ তৃতীয় স্থানে সিপিআইএমের সাবিরউদ্দিন মোল্লা, প্রাপ্ত ভোট ১৭,৬৬৮ চতুর্থ স্থানে কংগ্রেসের মোদাসের হোসেন ওয়ারসী, প্রাপ্ত ভোট ২,৬৯২ প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ ২৩,২০৫ ভোটে এগিয়ে, প্রাপ্ত ভোট ৪০,৮২৯ দ্বিতীয়স্থানে বিজেপির অনুপম মল্লিক, প্রাপ্ত ভোট ১৭,৬২৪ তৃতীয় স্থানে সিপিআইএমের সাবিরউদ্দিন মোল্লা, প্রাপ্ত ভোট ৮,৫৭৬ চতুর্থ স্থানে কংগ্রেসের মোদাসের হোসেন ওয়ারসী, প্রাপ্ত ভোট ১,৩০০ আপনার মতামত জানান -