এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রায় ২০০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় উমপুন? তছনছ হতে চলেছে বাংলার বিস্তীর্ন অঞ্চল?

প্রায় ২০০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় উমপুন? তছনছ হতে চলেছে বাংলার বিস্তীর্ন অঞ্চল?


এমনিতেই করোনায় রক্ষা নেই। তার ওপর এবার পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস রীতিমত আতঙ্কিত করে দিচ্ছে গোটা রাজ্যবাসীকে। সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়ার পর উমপুন নামে এক শক্তিশালী ঘূর্ণিঝড় এবার পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। রবিবার বিকেলে তা দীঘা থেকে 1130 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সোমবার সকালের মধ্যেই তা শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

তবে এই ঘূর্ণিঝড় সবথেকে বেশি আঘাত করবে আগামী ২০ শে মে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল এই ঘূর্ণিঝড় খুব বেশি ক্ষয়ক্ষতি করবে না বাংলায়। ৯৫-১০০ কিমি বেগের ঝোড়ো হওয়া নিয়ে দীঘার উপর আছড়ে পড়লেও, খুব শীঘ্রই তা বাংলাদেশের দিকে চলে যাবে। ফলে সেভাবে খুব একটা ক্ষয়ক্ষতি হবে না পশ্চিমবঙ্গের। কিন্তু, তারপর উমপুন ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়াবিদরা যা জানাচ্ছেন – তাতে করে রাত্রের ঘুম উড়ে যেতে পারে বাংলার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ক্রমশ নিজের শক্তিবৃদ্ধি করে সুপার সাইক্লোনের চেহারা নিতে চলেছে উমপুন। এর জেরে আগামী বুধবার পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপর দিয়ে অন্তত ১৯৫ কিমি বেগে বয়ে যেতে পারে এই মারাত্মক সাইক্লোন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী জেলাগুলি, অর্থাৎ – কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে এই সাইক্লোন ১২০ কিমি বেগে তান্ডব চালাতে পারে। ফলে, বাংলার বুকে জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, আগামীকাল সকাল থেকেই ঝড়ের লক্ষ্মণ দেখা দিতে পারে। প্রাথমিকভাবে ৭৫ কিমি বেগে ঝড় চলতে পারে। বুধবার সকালের দিকে তা বেড়ে প্রায় ১০০ কিমির কাছাকাছি গতিবেগ হতে পারে। আর তারপর বিকেলের দিকে তা গতি বাড়িয়ে ১২০-১৯৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে বাংলার বেগে। শুধু তাই নয় এই সুপার সাইক্লোনের দাপটে বাংলার বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হচ্ছে। সবমিলিয়ে এবার বাংলার ঘুম নতুন করে ওড়াতে পারে ঘূর্ণিঝড় উমপুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!