এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পূর্ণাঙ্গ খতিয়ান

বাংলায় পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পূর্ণাঙ্গ খতিয়ান


আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সরগরম বঙ্গ-রাজনীতির ময়দান। একদিকে যখন সমস্বরে সকল বিরোধীরা দাবি জানাচ্ছে শাসকদলের সন্ত্রাসের কারণে তাঁদের প্রার্থীরা মনোনয়ন পর্যন্ত জমা করতে পারছে না, অন্যদিকে তখন শাসকদলের দাবি – বিরোধীদের সে অর্থে কোনো সংগঠন নেই এবং সাধারণ মানুষ আস্থা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরেই, তাই বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না। কারণ যাই হোক, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এবারের পঞ্চায়েত নির্বাচনে বহু আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন শাসকদলের প্রার্থীরা। ইতিমধ্যেই বীরভূম বা বাঁকুড়ার মত জেলায় শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ দখল করে নিয়েছে। সবে মনোনয়ন জমা পড়েছে, এরপর তা স্ক্রুটিনি হবে, থাকবে মনোনয়ন প্রত্যাহারের পালাও। সব মিলিয়ে এবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরিসংখ্যান স্পষ্ট হবে কয়েকদিন বাদেই। তার আগে দেখে নেওয়া যাক ঐতিহাসিকভাবে বাংলার পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরিসংখ্যান এতদিন পর্যন্ত কেমন ছিল –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

১৯৭৮ – ৩৩৮ জন (০.৭৩%)
১৯৮৩ – ৩৩২ জন (০.৭৪%)
১৯৮৮ – ৪,২০০ জন (৮.০০%)
১৯৯৩ – ১,৭১৬ জন (২.৮১%)
১৯৯৮ – ৬০০ জন (১.৩৬%)
২০০৩ – ৬,৮০০ জন (১১.০০%)
২০০৮ – ২,৮৪৫ জন (৫.৫৭%)
২০১৩ – ৬,৩৭৪ জন (১০.৮৬%)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!