এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “উনি বাইরে থাকলে নির্বাচন প্রভাবিত হবে” অনুব্রতকে নজরবন্দী করা নিয়ে মন্তব্য দিলীপের!

“উনি বাইরে থাকলে নির্বাচন প্রভাবিত হবে” অনুব্রতকে নজরবন্দী করা নিয়ে মন্তব্য দিলীপের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নির্বাচন মানেই বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলকে নিয়ে মাতামাতি শুরু হয়। তার নানা মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পুলিশকে বোম মারা থেকে শুরু করে চড়াম চড়াম ঢাক, নির্বাচনের সময়ে অনুব্রত মণ্ডল মানেই যেন গরমাগরম ডায়লগ ভেসে ওঠে গোটা রাজ্যে। আগামী 29 এপ্রিল অষ্টম তথা শেষ দফার নির্বাচনে। বীরভূম জেলার প্রত্যেকটা আসনে ভোট রয়েছে।

স্বাভাবিক ভাবেই এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বারবার কমিশনে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অতীতে নির্বাচনের সময়ে এই অনুব্রত মণ্ডলকে কমিশনের পক্ষ থেকে নজরবন্দি করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এবার তা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।

অবশেষে সেই ব্যাপারে আজ সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 27 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত নজরবন্দি করা হচ্ছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। আর অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার ঘটনাকে এবার স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, আজ কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর তারপরই এই গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারার কথা বলেন। স্বাভাবিক ভাবেই তিনি যদি নির্বাচনের সময় বাইরে থাকেন, তাহলে নির্বাচন প্রভাবিত হতে পারে‌। আর মমতা ব্যানার্জিকে একদিনের জন্য ব্লক করা হয়েছিল। তাহলে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নিলে অসুবিধে কিসের?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ নির্বাচনের দিন অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার ঘটনায় বিজেপি যে অত্যন্ত খুশি, তা নিজের মন্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। বারবার হেভিওয়েট এই তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার বীরভূমের নির্বাচনের আগে সেই জেলার সর্বেসর্বা হিসেবে পরিচিত জেলা তৃণমূল সভাপতি নজরবন্দি হওয়ায় গোটা ঘটনাকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, বারবার নির্বাচনের সময় খবরের শিরোনামে উঠে আসেন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে নির্বাচনী প্রচারে তার গরমাগরম বক্তব্য নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। তাই নির্বাচন চলাকালীন যদি তিনি স্বাভাবিক নিয়মে ঘুরে বেড়ান, তাহলে নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে দাবি করে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো।

এক্ষেত্রে অনেকেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভোটের সময় সন্ত্রাসের অভিযোগ করতেও পিছপা হন না। আর বিরোধীদের সেই অভিযোগকে মান্যতা দিয়ে 30 এপ্রিল সকাল সাতটা পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার কথা জানিয়ে দিয়েছে কমিশন। আর কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি গোটা ঘটনায় যে অত্যন্ত স্বস্তি পেয়েছেন, তা তার কথার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!