“উনি যে ভাষায় কথা বলেন, সেটা কি গ্রহণযোগ্য!” শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য April 21, 2023April 21, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যকে কটাক্ষ করলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল সাংসদ বলেন, “উনি আজকে ভাষাজ্ঞান নিয়ে বড় বড় কথা বলছেন। কিন্তু উনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলেছিলেন! খালা, ফুফু, বেগম এগুলো কি সঠিক ভাষাজ্ঞানের পরিচয়!” অর্থাৎ শুভেন্দু অধিকারীকে এই বক্তব্যের মধ্যে দিয়ে পাল্টা কটাক্ষ করার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -