এখন পড়ছেন
হোম > জাতীয় > বাজেট আপডেট লাইভ ১:০০ – বিদেশী বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

বাজেট আপডেট লাইভ ১:০০ – বিদেশী বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের


আজ মোদী সরকারের দ্বিতীয় দফার শাসনকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রতি পদের লাইভ আপডেট প্রিয় বন্ধু মিডিয়ার পাতায় –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

# ভারতের করদাতাদের জন্য বিশেষ ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী
# বিদেশী শেয়ার হোল্ডিংয়ের লিমিট বাড়ানোর পরিকল্পনায় আছে সরকার
# ভারতের ঋণ নেওয়ার পরিমান সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম
# সরকার এই অর্থবছরে বিলগ্নিকরণের জন্য ১.০৫ কোটি টাকার বর্ধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে
# ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য আগামী ৫ বছরে ১০০ লক্ষ কোটি টাকা খরচ করবে সরকার

# এইচএফসির রেগুলেশন এবার থেকে আরবিআইএর হাতে
# এনবিএফসির পুলড অ্যাসেট কেনার জন্য এককালীন ৬ মাসের পার্শিয়াল ক্রেডিট গ্যারান্টি লাগবে
# সরকারি ব্যাঙ্কের জন্য ৭০ হাজার কোটি টাকা সরকার দেবে
# ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দেওয়ার দিন শেষ, গত ৪ বছরে ৪ লক্ষ কোটি টাকা পুনরুদ্ধার হয়েছে
# দেশের ১৭ টি পর্যটন ক্ষেত্রকে বিশ্বমানের করে তোলা হবে

# প্রবাসী ভারতীয়দের আধার কার্ড পেতে এবার থেকে আর ৬ মাস অপেক্ষা করতে হবে না
# ভারতীয় নারীদের উন্নতির জন্য বিশেষ কমিটি গঠিত হবে। ভারতীয় নারীরা দেখিয়ে দিয়েছেন প্রতি ক্ষেত্রেই তাঁরা দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম, তাই সেই নারীশক্তিকে আরও বেশি করে কাজে লাগাতে সেই কমিটি কাজ করবে
# ভারতীয় নারীদের জন্য বিশেষ ঘোষণার আগে স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করলেন অর্থমন্ত্রী
# উজালা যোজনায় ইতিমধ্যেই ৩৫ কোটি এলইডি বাল্ব দেওয়া হয়েছে, যা বছরে ১৮,৩৪১ কোটি টাকা বাঁচাচ্ছে
# প্রধানমন্ত্রী শ্রমযোগী মন ধন যোজনায় ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, ইতিমধ্যেই ৩০ লক্ষ শ্রমিক এতে যোগ দিয়েছেন

# স্টার্টআপ কোম্পানিদের কথা মাথায় রেখে দূরদর্শনে একটি নতুন চ্যানেল লঞ্চ করা হবে
# ‘ফোর লেবার কোড’ – বিভিন্ন শ্রমিক আইনকে এক ছাতার তলায় আনতে সরকারের নতুন উদ্যোগ
# শুধু ভারতেই নয়, যুবদের জন্য যাতে ভারতের বাইরেও চাকরির দরজা খুলে যায় সেদিকে নজর রাখবে সরকার
# আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, রোবোটিক্স-এর মত সেক্টরে ভারতীয় যুবকদের জন্য চাকরির দরজা খুলে দিতে সরকার বিশেষ ব্যবস্থা নেবে
# বিশ্বের সঙ্গে পাল্লা দেওয়া ইন্সটিউট খুলতে সরকার ৪০০ কোটি টাকা খরচ করবে

# ভারতে এডুকেশন হব্ তৈরী করে বহির্বিশ্বের ছাত্রদের সেখানে টেনে আনার জন্য ‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রকল্প শুরু করা হবে
# পাঁচ বছর আগেও বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ঠাঁই ছিল না, কিন্তু এখন ৩ টি বিশ্ববিদ্যালয় আছ সেই তালিকায়
# পড়ানোর মান উন্নততর করতে ‘জ্ঞান প্রকল্প’ চালু হয়েছে, যা বিশ্বের বড়বড় বৈজ্ঞানিক ও গবেষণাবিদদের ভারতে নিয়ে এসে পড়ানোর ব্যবস্থা করা হবে
# ভারতের উচ্চশিক্ষা বিশ্বমানের করতে জাতীয় শিক্ষা পলিসিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সরকার
# মহাত্মা গান্ধীর আদর্শের ভালো দিক মানুষের কাছে বেশি করে তুলে ধরতে ‘গান্ধী-পিডিয়া’ তৈরী করছে ন্যাশনাল কাউন্সিল ফর সাইন্স মিউজিয়াম

# স্বচ্ছতা নিয়ে শরতলীতেও আগের থেকে উৎসাহ বেড়েছে, গুগল ম্যাপে টয়লেটের পজিশন আপডেটেড হয়েছে, ১ কোটিরও বেশি মানুষ স্বচ্ছতা অ্যাপটি ডাউনলোড করেছেন
# শহর ও শহরতলি নিয়েও সরকারের একগুচ্ছ পরিকল্পনা আছে
# স্বচ্ছ ভারত অভিযানে গ্রামে গ্রামে শৌচাগারের ব্যবস্থা অত্যন্ত সাফল্য পেয়েছে, এবার সময় হয়েছে গ্রামে গ্রামে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের’ ব্যবস্থা করা
# ভারত অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে মহাকাশ বিজ্ঞানে, এবার সময় এসেছে তাকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার, ইসরোর সাহায্যে লাভ ওঠাতে ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’ কোম্পানির সূচনা করা হবে
# কৃষকদের জন্য পর্যাপ্ত ও পরিশুদ্ধ জলের ব্যবস্থা করা হবে। ঐতিহাসিক প্রজেক্ট হিসাবে সরকার ‘হর ঘর জল’ প্রকল্প নিয়ে আসছে

# কৃষকদের তৈলবীজ উৎপাদনে উৎসাহ দেওয়া হবে, কৃষকের জীবনের মানোন্নয়নে সরকার কাজ করবে
# সরকার এফপিআই কে লিস্টেড ডেবিট পেপার কেনার অনুমতি দেওয়ার কথা ভাবছে, ফলে এনআরআই ও এফপিআই মার্জ হয়ে যেতে পারে
# ১ লক্ষ ২৫ হাজার কিমি রাস্তা উন্নত করা হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, এর জন্য ৮০,২০০ কোটি টাকা খরচ হবে
# প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.৯৫ কোটি গরিব মানুষকে ঘর দেওয়া হবে
# যাঁরা বিদ্যুৎ নিতে চান না, তাঁরা বাদ দিয়ে ভারতের প্রতিটি নাগরিকের ঘরে ২০২২ সালের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার

# গ্রামীণ ভারতকে শক্তিশালী করতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হবে – মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী গ্রাম, গরিব ও কৃষককে সমর্পিত করা হবে
# ইন্ড্রাস্ট্রিয়ালিস্টস, কর্পোরেট সংস্থা ও বিনিয়োগকারীদের মধ্যে বার্ষিক ও বিশ্বব্যাপী একটি আলোচনার জায়গা প্রস্তুত করে দেবে সরকার
# বিদেশী বিনিয়োগ গতবারের থেকে ৬% বৃদ্ধি পেয়েছে, বহির্বিশ্বের থেকে যা অনেক ভালো। সংবাদসংস্থা বা অ্যানিমেশন শিল্পের জন্য এবার বিদেশী বিনিয়োগের রাস্তা খুলে দিতে পারে সরকার
# সামাজিক সংস্থা ও ভলান্টিয়ারি সংস্থা শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে যাতে অর্থ তুলতে পারে তার জন্য আইন আনার কথা ভাবছে সরকার
# কর্পোরেট বন্ড মার্কেটিং নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে, কোম্পানিতে পাবলিক শেয়ার ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হবে

# যেসব দোকানদারের যায় দেড় কোটি টাকার নিচে এমন ৩ কোটি মানুষকে ‘প্রধানমন্ত্রী কর্মযোগী মন্ধন’ প্রকল্পে পেনশন দেওয়া হবে
# চাণক্যকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী জানালেন, কঠিন অধ্যাবসায় থাকলে, কাজ নিশ্চয় সমাপ্ত হবে
# বাড়ি ভাড়া নিয়ে বর্তমানে মালিক ও ভারতের মধ্যে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই, সরকার এই ব্যাপারে আইনগত স্পষ্ট দিকনির্দেশ করবে
# পুরোনো শক্তিকেন্দ্র গুলির পুনরুজ্জীবনের জন্য হয় লেভেল কমিটি গঠন করা হচ্ছে
# রেলের উন্নতির জন্য ২০১৮ থেকে ২০৩০ পর্যন্ত মোট ৫০ লক্ষ কোটি টাকার দরকার হবে, প্রত্যেক বছর আমরা এর জন্য ১.৪-১.৬ লক্ষ কোটি টাকা খরচ করতে পারি, ফলে এই উন্নতি করতে দশকের পর দশক লেগে যাবে, তাই বেসরকারিকরণ জরুরি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!