এখন পড়ছেন
হোম > জাতীয় > বাজেট আপডেট লাইভ ১১:৪৫ – বাজেটে একের পর এক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

বাজেট আপডেট লাইভ ১১:৪৫ – বাজেটে একের পর এক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের


আজ মোদী সরকারের দ্বিতীয় দফার শাসনকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রতি পদের লাইভ আপডেট প্রিয় বন্ধু মিডিয়ার পাতায় –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

# যেসব দোকানদারের যায় দেড় কোটি টাকার নিচে এমন ৩ কোটি মানুষকে ‘প্রধানমন্ত্রী কর্মযোগী মন্ধন’ প্রকল্পে পেনশন দেওয়া হবে
# চাণক্যকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী জানালেন, কঠিন অধ্যাবসায় থাকলে, কাজ নিশ্চয় সমাপ্ত হবে
# বাড়ি ভাড়া নিয়ে বর্তমানে মালিক ও ভারতের মধ্যে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই, সরকার এই ব্যাপারে আইনগত স্পষ্ট দিকনির্দেশ করবে
# পুরোনো শক্তিকেন্দ্র গুলির পুনরুজ্জীবনের জন্য হয় লেভেল কমিটি গঠন করা হচ্ছে
# রেলের উন্নতির জন্য ২০১৮ থেকে ২০৩০ পর্যন্ত মোট ৫০ লক্ষ কোটি টাকার দরকার হবে, প্রত্যেক বছর আমরা এর জন্য ১.৪-১.৬ লক্ষ কোটি টাকা খরচ করতে পারি, ফলে এই উন্নতি করতে দশকের পর দশক লেগে যাবে, তাই বেসরকারিকরণ জরুরি

# ফেম-২ প্রজেক্ট গতি পাচ্ছে, এই প্রজেক্টে সাধারণ মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে
# ‘উড়ান’ প্রজেক্ট গ্রাম ও শাহরতলিতে ব্রিজ ও সড়ক যোগাযোগ উন্নত করবে
# ভারতমালা প্রজেক্ট ভারতের সড়ক যোগাযোগ আরও উন্নত করবে, সাগরমালা প্রজেক্ট দেশের বন্দরগুলিকে আরও উন্নত করে যোগাযোগ করবে
# এখন সবাই ‘মেক ইন ইন্ডিয়ার’ কথা বলে, অবশেষে ‘লাইসেন্স প্রাপ্ত’ রাজতন্ত্রকে হঠিয়ে ভারত আজ সম্পদ সৃষ্টিকারী দেশ
# ১ ট্রিলিয়ন ডলার ইকোনোমিতে পৌঁছাতে ভারতকে ৫৫ বছর অপেক্ষা করতে হয়েছে। কিন্তু মানুষের বিশ্বাস আর আকাঙ্খা খুব অল্প সময়ের মধ্যেই তা ২.৭ ট্রিলিওনে নিয়ে গেছে

# ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কিভাবে দেশের অর্থনীতিকে মজবুত করতে কাজ করেছে, বিশদে ব্যাখ্যা করছেন অর্থমন্ত্রী
# পিপিপি মডেলে আমেরিকা ও চীনের পরেই আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, ইতিমধ্যেই ভারত ২.৭ ট্রিলিয়ন ডলার ইকোনোমিতে পৌঁছে গেছে
# পরবর্তী কয়েক বছরের মধ্যেই আমরা ৫ ট্রিলিয়ন ডলার ইকোনোমিতে পৌঁছে যাব, এই লক্ষ্যে ১০ টি পয়েন্টের উপর সরকার কাজ করছে
# ‘মজবুত দেশের জন্য মজবুত নাগরিক’ – এটাই আমাদের লক্ষ্য
# ‘নতুন ভারতের’ দিকে এগিয়ে যাচ্ছি আমরা – ‘পারফর্ম, রিফর্ম ও ট্রান্সফর্ম’ – এই লক্ষ্যেই কাজ করছি আমরা

# বাজেট অধিবেশন শুরু হল লোকসভায়, বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
# কেন্দ্রীয় মন্ত্রিসভা বাজেটের অনুমোদন দিল, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের জন্য প্রস্তুত
# কেন্দ্রীয় বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক শুরু, ঠিক ১১ টায় শুরু হবে বাজেট অধিবেশন
# সংসদে পৌঁছালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
# পাশ্চাত্য প্রভাব থেকে বেরিয়ে আসতেই এই পদক্ষেপ বলে অর্থমন্ত্রক সূত্রে দাবি

# বাজেটের আগে খুশি বাড়িয়ে সেনসেক্স ৪০ হাজার ছুঁল, ১১ ই জুনের পর প্রথমবার
# বাজেটের নথি ট্র্যাডিশন মেনে ব্রিফকেসে করে নয়, ‘বহি-খাতা’ (লেজার) অর্থাৎ লাল সালুতে মুড়ে নিয়ে যাচ্ছেন অর্থমন্ত্রী
# দেশের রাষ্ট্রপতির হাতে ইউনিয়ন বাজেটের কপি তুলে দিলেন তিনি
# রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
# নর্থ ব্লক যেখানে অর্থমন্ত্রকের অফিস, সেখানে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!