এখন পড়ছেন
হোম > জাতীয় > বাজেট আপডেট লাইভ ১২:৩০ – যুব ও চাকরি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

বাজেট আপডেট লাইভ ১২:৩০ – যুব ও চাকরি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের


আজ মোদী সরকারের দ্বিতীয় দফার শাসনকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রতি পদের লাইভ আপডেট প্রিয় বন্ধু মিডিয়ার পাতায় –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

# স্টার্টআপ কোম্পানিদের কথা মাথায় রেখে দূরদর্শনে একটি নতুন চ্যানেল লঞ্চ করা হবে
# ‘ফোর লেবার কোড’ – বিভিন্ন শ্রমিক আইনকে এক ছাতার তলায় আনতে সরকারের নতুন উদ্যোগ
# শুধু ভারতেই নয়, যুবদের জন্য যাতে ভারতের বাইরেও চাকরির দরজা খুলে যায় সেদিকে নজর রাখবে সরকার
# আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, রোবোটিক্স-এর মত সেক্টরে ভারতীয় যুবকদের জন্য চাকরির দরজা খুলে দিতে সরকার বিশেষ ব্যবস্থা নেবে
# বিশ্বের সঙ্গে পাল্লা দেওয়া ইন্সটিউট খুলতে সরকার ৪০০ কোটি টাকা খরচ করবে

# ভারতে এডুকেশন হব্ তৈরী করে বহির্বিশ্বের ছাত্রদের সেখানে টেনে আনার জন্য ‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রকল্প শুরু করা হবে
# পাঁচ বছর আগেও বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ঠাঁই ছিল না, কিন্তু এখন ৩ টি বিশ্ববিদ্যালয় আছ সেই তালিকায়
# পড়ানোর মান উন্নততর করতে ‘জ্ঞান প্রকল্প’ চালু হয়েছে, যা বিশ্বের বড়বড় বৈজ্ঞানিক ও গবেষণাবিদদের ভারতে নিয়ে এসে পড়ানোর ব্যবস্থা করা হবে
# ভারতের উচ্চশিক্ষা বিশ্বমানের করতে জাতীয় শিক্ষা পলিসিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সরকার
# মহাত্মা গান্ধীর আদর্শের ভালো দিক মানুষের কাছে বেশি করে তুলে ধরতে ‘গান্ধী-পিডিয়া’ তৈরী করছে ন্যাশনাল কাউন্সিল ফর সাইন্স মিউজিয়াম

# স্বচ্ছতা নিয়ে শরতলীতেও আগের থেকে উৎসাহ বেড়েছে, গুগল ম্যাপে টয়লেটের পজিশন আপডেটেড হয়েছে, ১ কোটিরও বেশি মানুষ স্বচ্ছতা অ্যাপটি ডাউনলোড করেছেন
# শহর ও শহরতলি নিয়েও সরকারের একগুচ্ছ পরিকল্পনা আছে
# স্বচ্ছ ভারত অভিযানে গ্রামে গ্রামে শৌচাগারের ব্যবস্থা অত্যন্ত সাফল্য পেয়েছে, এবার সময় হয়েছে গ্রামে গ্রামে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের’ ব্যবস্থা করা
# ভারত অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে মহাকাশ বিজ্ঞানে, এবার সময় এসেছে তাকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার, ইসরোর সাহায্যে লাভ ওঠাতে ‘নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড’ কোম্পানির সূচনা করা হবে
# কৃষকদের জন্য পর্যাপ্ত ও পরিশুদ্ধ জলের ব্যবস্থা করা হবে। ঐতিহাসিক প্রজেক্ট হিসাবে সরকার ‘হর ঘর জল’ প্রকল্প নিয়ে আসছে

# কৃষকদের তৈলবীজ উৎপাদনে উৎসাহ দেওয়া হবে, কৃষকের জীবনের মানোন্নয়নে সরকার কাজ করবে
# সরকার এফপিআই কে লিস্টেড ডেবিট পেপার কেনার অনুমতি দেওয়ার কথা ভাবছে, ফলে এনআরআই ও এফপিআই মার্জ হয়ে যেতে পারে
# ১ লক্ষ ২৫ হাজার কিমি রাস্তা উন্নত করা হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, এর জন্য ৮০,২০০ কোটি টাকা খরচ হবে
# প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.৯৫ কোটি গরিব মানুষকে ঘর দেওয়া হবে
# যাঁরা বিদ্যুৎ নিতে চান না, তাঁরা বাদ দিয়ে ভারতের প্রতিটি নাগরিকের ঘরে ২০২২ সালের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার

# গ্রামীণ ভারতকে শক্তিশালী করতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হবে – মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী গ্রাম, গরিব ও কৃষককে সমর্পিত করা হবে
# ইন্ড্রাস্ট্রিয়ালিস্টস, কর্পোরেট সংস্থা ও বিনিয়োগকারীদের মধ্যে বার্ষিক ও বিশ্বব্যাপী একটি আলোচনার জায়গা প্রস্তুত করে দেবে সরকার
# বিদেশী বিনিয়োগ গতবারের থেকে ৬% বৃদ্ধি পেয়েছে, বহির্বিশ্বের থেকে যা অনেক ভালো। সংবাদসংস্থা বা অ্যানিমেশন শিল্পের জন্য এবার বিদেশী বিনিয়োগের রাস্তা খুলে দিতে পারে সরকার
# সামাজিক সংস্থা ও ভলান্টিয়ারি সংস্থা শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে যাতে অর্থ তুলতে পারে তার জন্য আইন আনার কথা ভাবছে সরকার
# কর্পোরেট বন্ড মার্কেটিং নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে, কোম্পানিতে পাবলিক শেয়ার ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হবে

# যেসব দোকানদারের যায় দেড় কোটি টাকার নিচে এমন ৩ কোটি মানুষকে ‘প্রধানমন্ত্রী কর্মযোগী মন্ধন’ প্রকল্পে পেনশন দেওয়া হবে
# চাণক্যকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী জানালেন, কঠিন অধ্যাবসায় থাকলে, কাজ নিশ্চয় সমাপ্ত হবে
# বাড়ি ভাড়া নিয়ে বর্তমানে মালিক ও ভারতের মধ্যে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই, সরকার এই ব্যাপারে আইনগত স্পষ্ট দিকনির্দেশ করবে
# পুরোনো শক্তিকেন্দ্র গুলির পুনরুজ্জীবনের জন্য হয় লেভেল কমিটি গঠন করা হচ্ছে
# রেলের উন্নতির জন্য ২০১৮ থেকে ২০৩০ পর্যন্ত মোট ৫০ লক্ষ কোটি টাকার দরকার হবে, প্রত্যেক বছর আমরা এর জন্য ১.৪-১.৬ লক্ষ কোটি টাকা খরচ করতে পারি, ফলে এই উন্নতি করতে দশকের পর দশক লেগে যাবে, তাই বেসরকারিকরণ জরুরি

# ফেম-২ প্রজেক্ট গতি পাচ্ছে, এই প্রজেক্টে সাধারণ মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে
# ‘উড়ান’ প্রজেক্ট গ্রাম ও শাহরতলিতে ব্রিজ ও সড়ক যোগাযোগ উন্নত করবে
# ভারতমালা প্রজেক্ট ভারতের সড়ক যোগাযোগ আরও উন্নত করবে, সাগরমালা প্রজেক্ট দেশের বন্দরগুলিকে আরও উন্নত করে যোগাযোগ করবে
# এখন সবাই ‘মেক ইন ইন্ডিয়ার’ কথা বলে, অবশেষে ‘লাইসেন্স প্রাপ্ত’ রাজতন্ত্রকে হঠিয়ে ভারত আজ সম্পদ সৃষ্টিকারী দেশ
# ১ ট্রিলিয়ন ডলার ইকোনোমিতে পৌঁছাতে ভারতকে ৫৫ বছর অপেক্ষা করতে হয়েছে। কিন্তু মানুষের বিশ্বাস আর আকাঙ্খা খুব অল্প সময়ের মধ্যেই তা ২.৭ ট্রিলিওনে নিয়ে গেছে

# ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কিভাবে দেশের অর্থনীতিকে মজবুত করতে কাজ করেছে, বিশদে ব্যাখ্যা করছেন অর্থমন্ত্রী
# পিপিপি মডেলে আমেরিকা ও চীনের পরেই আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, ইতিমধ্যেই ভারত ২.৭ ট্রিলিয়ন ডলার ইকোনোমিতে পৌঁছে গেছে
# পরবর্তী কয়েক বছরের মধ্যেই আমরা ৫ ট্রিলিয়ন ডলার ইকোনোমিতে পৌঁছে যাব, এই লক্ষ্যে ১০ টি পয়েন্টের উপর সরকার কাজ করছে
# ‘মজবুত দেশের জন্য মজবুত নাগরিক’ – এটাই আমাদের লক্ষ্য
# ‘নতুন ভারতের’ দিকে এগিয়ে যাচ্ছি আমরা – ‘পারফর্ম, রিফর্ম ও ট্রান্সফর্ম’ – এই লক্ষ্যেই কাজ করছি আমরা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!