এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পড়ুয়াদের ভাষা ও আচরণে অপমানিত হয়ে ডিনের ইস্তফা, তীব্র প্রতিক্রিয়া হয়েছে শিক্ষা মহলে

পড়ুয়াদের ভাষা ও আচরণে অপমানিত হয়ে ডিনের ইস্তফা, তীব্র প্রতিক্রিয়া হয়েছে শিক্ষা মহলে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পড়ুয়াদের ভাষা ও আচরণে অপমানিত হয়ে দু’মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের দু’জন ডিনের ইস্তফা দেওয়ার ঘটনায় শিক্ষা জগতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বস্তুত, কিছুদিন আগেই ছাত্র সংসদের পাঠানো ই-মেলের ভাষা নিয়ে আপত্তি তুলে ইস্তফা দিতে দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের তদানীন্তন ডিনকে।

আর এবার স্নাতকোত্তরে ভর্তি নিয়ে ছাত্র সংসদের সদস্যদের ব্যবহারে অপমানিত হয়ে মঙ্গলবার ইস্তফা দিলেন বিজ্ঞান বিভাগের ডিন সুবীর মুখোপাধ্যায়। তিনি উপাচার্য সুরঞ্জন দাসের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, করোনা পরিস্থিতিতে এবার স্নাতকোত্তরে ভর্তি ৮০-২০ ফর্মুলায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

যেখানে যাদবপুরের পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত হয়েছে। কিন্তু বিজ্ঞানের ছাত্র সংসদের দাবি অনুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করা সব স্নাতককেই স্নাতকোত্তরে ভর্তি নিতে হবে বলে জানান হয়। শুধু তাই নয়, সান্ধ্য বিভাগের বদলে সকলকেই দিবা বিভাগে ভর্তি নিতে হবে বলে জানান হয়।

সেক্ষেত্রে প্রয়োজনে দিবা বিভাগে গণিত, পদার্থবিদ্যা, রসায়নের আসন বাড়িয়ে সেখানেই সকলকে নিতে হবে বলেও দাবি করা হয়। আর কর্তৃপক্ষ এই দাবি মানতে রাজি হননি। তাদের কথায়, বিজ্ঞানে আসন বাড়ালে ল্যাবরেটরি ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা হবে। অন্যদিকে, গণিতের আসন বাড়ালে পড়ুয়াদের বসতে দেওয়ার জায়গা থাকবে না বলেই জানানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে ডিনের কাছে ছাত্র সংসদের তরফে দাবি জানানো হলেও ডিন জানিয়ে দেন যে, ভর্তি কমিটির সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা তাঁর নেই। আর সেই নিয়ে বাকবিতণ্ডার ফলে স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগে ভর্তির প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরুই করা যায়নি বলেই জানা যায়। অন্যদিকে, ডিনের পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এক্ষেত্রে শিক্ষক সমিতি জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানিয়েছেন, বারবার ছাত্রছাত্রীদের আচরণে শিক্ষকরা অপমানিত হলে ভবিষ্যতে কোনও শিক্ষকই আর এগিয়ে এসে তাঁর কাজের বাইরে অন্য দায়িত্ব নিতে চাইবেন না। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশই বিঘ্নিত হবে বলেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষক সমিতিও এই বিষয়টির নিন্দা করেছে বলেও জানা যায়।

অন্যদিকে, উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, তিনি ডিনের পদত্যাগপত্র গ্রহণ করছেন না। সেইসঙ্গে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। সেইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের গুণমান অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর বিষয়টি মাথায় রেখে বাস্তব পরিস্থিতিটা মেনে নেওয়া দরকার বলেই ছাত্রছাত্রীদের কাছে আবেদন জানাতে দেখা গেছে তাঁকে।

তাঁর কথায়, কর্তৃপক্ষ কখনওই ছাত্রস্বার্থের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন না বলেই আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, সমস্ত ঘটনায় ছাত্র সংসদের সভাপতি জ্যোতির্ময় বিশ্বাসের নামে সরাসরি অভিযোগ করা হয়েছে। যদিও তিনি এই বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি। নিজেদের মধ্যে আলোচনা করে যা বলার সেটা জানাবেন বলেই জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!