এখন পড়ছেন
হোম > জাতীয় > আনলক-৪ এর শেষে গিয়ে খুলতে চলেছে স্কুল! সামনে এল কেন্দ্রের নির্দেশিকা! জেনে নিন বিস্তারিত

আনলক-৪ এর শেষে গিয়ে খুলতে চলেছে স্কুল! সামনে এল কেন্দ্রের নির্দেশিকা! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্চ মাস থেকে করোনা ভাইরাস ভারতবর্ষে ভয়াবহ আকার ধারণ করার পরেই লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। আর তারপরেই গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। আর তারপর থেকে বাড়িতে বসেই শিক্ষা গ্রহণ করতে হচ্ছিল ছাত্র-ছাত্রীদের। তবে বর্তমানে করোনা ভাইরাস যখন কিছুটা শিথিলতা গ্রহণ করেছে, ঠিক তখনই এবার ধীরে ধীরে উঁচু ক্লাসগুলো খুলে দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিবাবক অভিভাবিকারাও সেই দিকে সমর্থন জানাতে শুরু করেছেন।

আর এই পরিস্থিতিতে কবে স্কুল খুলবে, তা দেখার বিষয় সকলের কাছে। বর্তমানে আনলক ফোরের মধ্যে দিয়ে চলছে গোটা দেশ। বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হচ্ছে। আর এমতাবস্থায় আগামী একুশে সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর। তবে গোটা ব্যাপারটি অভিভাবকদের অনুমতি পরিপ্রেক্ষিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে একটি এসওপি জারি করা হয়। যেখানে আগামী দিনে স্কুল খোলার ক্ষেত্রে কি কি নির্দেশিকা মানতে হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়। কিন্তু ঠিক কী কী নির্দেশিকা রয়েছে স্কুল খোলার ক্ষেত্রে? জানা গেছে, সংক্রমণ এড়াতে ছয় ফুটের দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। এছাড়াও সব সময় মুখে মাস্ক, সময়ে সময়ে সাবান এবং স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার কথা বলা হয়েছে। এছাড়াও যদি কেউ আগেভাগে অসুস্থ থাকেন, তাহলে তা স্কুলকে অবশ্যই জানাতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসগুলো শুরু হলেও, স্কুলের মাঠে খেলাধুলা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও তাপমাত্রার ভারসাম্য যাতে ক্লাসরুমগুলিতে থাকে, সেদিকেও নজর রাখা হবে বলে খবর। অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকেই যে শিক্ষার্থীদের স্কুলে আনার উপরে জোর দেওয়া হচ্ছে, তাই একপ্রকার নিশ্চিত। তবে এই গোটা বিষয়টি অভিভাবক অভিভাবিকাদের ওপরেই সব থেকে বেশি নির্ভর করছে বলে খবর।

বিশেষজ্ঞদের মতে, প্রায় চার থেকে পাঁচ মাস সম্পূর্ণরূপে স্কুলগুলো বন্ধ। অনলাইন ক্লাস সেভাবে করতে পারছেন না শিক্ষার্থীরা। তাই এই অবস্থায় পড়াশোনাতে অনেকটাই ব্যাঘাত ঘটছে। স্বাভাবিক ভাবেই এমতাবস্তায় করোনা ভাইরাস এখনও কাটেনি‌। কিন্তু তার মধ্যে শিক্ষার্থীরা যদি বিদ্যালয় না যান, তাহলে তাদের পড়াশোনার ব্যাঘাত আসতে পারে। তাই একদিকে বিদ্যালয় খোলা যেমন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, ঠিক তেমনই করোনা ভাইরাস থাকার সময় আদৌ সেই বিদ্যালয়ে নিজেদের ছেলেমেয়েদের কতটা পাঠাবেন অভিভাবক অভিভাবিকারা, তা একটা বড় সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে‌। এখন আনলক ফোরের শেষ পর্বে গিয়ে সকলের মতামত নিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!