এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘রাস্তায় দাঁড়ানো উন্নয়নের’ পাশাপাশি এবারের পঞ্চায়েতে ‘সুপারহিট’ উত্তরবঙ্গের ‘অ্যাও’

‘রাস্তায় দাঁড়ানো উন্নয়নের’ পাশাপাশি এবারের পঞ্চায়েতে ‘সুপারহিট’ উত্তরবঙ্গের ‘অ্যাও’

‘রাস্তায় দাঁড়ানো উন্নয়নের’ পাশাপাশি এবারের পঞ্চায়েতে ‘সুপারহিট’ উত্তরবঙ্গের ‘অ্যাও’। পঞ্চায়েত নির্বাচনের মূল উদ্যেশ্য ছিল উন্নয়ন। কেষ্টদার মতে তৃণমূলের উন্নয়নের কারণে বিরোধীরা নির্বাচনে মনোনয়ন জমা দিতে সাহস পায় নি। কিন্তু এই বছরের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে উন্নয়নের পাশাপাশি উঠে এসেছে এক নতুন শব্দ ‘অ্যাও’।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখন দেখে নেওয়া যাক এই ‘অ্যাও’ শব্দের বিশ্লেষণ। দিনহাটার সীতাই গ্রামের একটি বুথে পঞ্চায়েত নির্বাচনের প্রিজ়াইডিং অফিসার হিসেবে ডিউটি পড়েছিল কোচবিহারের বাসিন্দা সমীরণ বর্মনের। তার মুখ থেকেই সোনা গেলো এই ‘অ্যাও’ শব্দের মানে। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমার কাছে ওরা অ্যাও চাইতে আমি বলি, দাদা রইল আপনার অ্যাও-ট্যাও। আমি চললাম। গ্রামেরই এক ব্যক্তির বাডিতে ঢুকে যাই। আমি প্রাণে বাঁচি। কয়েকঘণ্টা পরে আমাকে ও আমার টিমকে উদ্ধার করা হয়।” কিন্তু এই ‘অ্যাও’ কথাটির মানে ঠিক কি সেটা জানতে চাওয়া হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, “আমার কাছে অ্যাও চাইছিল। আমি পরে বুঝলাম অ্যাও মানে ব্যালট। আমি সেই সময় বুঝতে পারিনি।” ভোট পর্ব মিটলেও গোটা দিনহাটা এমনকি সোশ্যাল মিডিয়াতেও ‘অ্যাও’- এর রাশ এখনও কাটেনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!