এখন পড়ছেন
হোম > রাজ্য > যত দ্রুত সম্ভব উন্নয়ন করতে পৌঁছাচ্ছে মুখ্যমন্ত্রী ৮ পাতার কড়া নির্দেশিকা

যত দ্রুত সম্ভব উন্নয়ন করতে পৌঁছাচ্ছে মুখ্যমন্ত্রী ৮ পাতার কড়া নির্দেশিকা


রাজ্যে উন্নয়নের গতি বাড়াতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।৮ পাতার একটা কড়া ফরম্যাট তৈরি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।তাতে থাকবে প্রকল্পের নাম, অনুমোদনের তারিখ,প্রকল্পের খরচ, কত টাকা পে করা হয়ে গেছে,কত টাকা পে করা বাকি আছে, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সম্ভাবনাময় তারিখ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলোর জন্যে আলাদা ফরম্যাট থাকবে।সেখানেও উল্লিখিত হবে প্রকল্পের নাম,প্রকল্পের খরচ,তার ভিতর কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বরাদ্দ টাকা,খরচের কত টাকা কেন্দ্র দেবে আর কতটাকা রাজ্যসরকার তার খতিয়ান।প্রত্যেক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা উঁচু পদমর্যাদার কোনো অফিসারকে ওই ফরম্যাটে সই করতে হবে জানা গেছে বাংলা এক সংবাদমাধ্যম থেকে।
মুখ্যমন্ত্রী উন্নয়ন চান।আর তা দ্রুত ও সঠিক নিয়মে হোক এটাও তিনি কামনা করেন।তিনি চান কোনো কাজ যেনো আটকে না থাকে।তাই প্রতিটি রাজ্যের একাধিক জেলার প্রতিটি কাজের হিসাব তিনি নিজেই তদারক করতে চান।তাই এই কড়া নির্দেশিকার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। এই নতুন পদ্ধতিতে কাজে গতি যেমন আসবে তেমনি নয়ছয় হওয়ার সম্ভাবনাও কমবে,এমনটাই মনে করছেন রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!