এখন পড়ছেন
হোম > রাজ্য > উন্নয়নের জোয়ারে বিরোধীদের ১০ হাজার টাকা ফেরত না দেওয়ার ডাক শুভেন্দু অধিকারীর

উন্নয়নের জোয়ারে বিরোধীদের ১০ হাজার টাকা ফেরত না দেওয়ার ডাক শুভেন্দু অধিকারীর


এদিন উপনির্বাচন উপলক্ষে মহেশতলার নির্বাচনী জনসভায় রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেলো। শুভেন্দু বাবুর পাশে সভায় উপস্থিতি দেখা গেছে রাজ্যের বিধায়ক অশোক দেব এবং অন্যান্যদের। বিজেপিকে বড়লোকের সরকার বলে কটাক্ষ করলেন তিনি। তুলে ধরে দেশে মূল্যবৃদ্ধির খতিয়ান। বললেন, বিজেপি সরকার গত চার বছরে গ্যাস সিলিন্ডারের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে করেছে ৭০০ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭০ টাকা,পেট্রোল দৌড়াচ্ছে ৮০ টাকা/লিটার গতিবেগে। অন্যদিকে মোদী সরকার জি এসটি বসিয়েছে সবকিছুতে অথচ দেশের বেশীরভাগ আমজনতা ভালোভাবে জানেনইনা জিএসটি কী! এতে কোনো গরীবের সুবিধা আছে কিনা! খাওয়ার বিস্কুটে চলছে ১৪% জিএসটি, অন্যদিকে সোনার বিস্কুটে মাত্র ৪% জিএসটি। রান্নায় ব্যবহৃত জিরায় ১৪ %জিএসটি,বিপ্রতীপে হীরেতে মাত্র ৩% জিএসটি। এই বৈষম্যের হিসাবই তুলে ধরলেন তিনি। জানালেন মোদীজির সরকার শুধুই বড়লোকেদের সরকার। বিজেপির বিরুদ্ধে মূল্য বৃদ্ধির অভিযোগ চাপিয়ে গুনকীর্তণ করলেন শাসকদলের। জানালেন, রাজ্য সরকার ক্ষমতায় এসেই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে গোটা রাজ্যে। রাজ্যজুড়ে হয়েছে এসএনসিইউ, কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে এসেছে পরিবর্তন এমনকি শিক্ষা স্বাস্থ্য দফতরেও এসেছে উন্নয়ন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কস্তুরী দাস মারা গেছেন সম্প্রতি। ফলে আসনটি ফাঁকা হয়েছে। সেই শূন্যস্থান পূরণ করতেই মৃতের স্বামী দুলাল দাসকে তৃণমূলের প্রার্থী করেছেন শাসকদল। অন্যদিকে বিজেপির তরফ থেকে মাঠে নেমেছেন প্রাক্তন আইপিএস অফিসার। এদিন তাই ভোটের প্রচার করতে মোদীজির বিজেপি সরকারের মূল্যবৃদ্ধির অভিযোগ করলেন   শুভেন্দু বাবু। বিপ্রতীপে জোড়াফুল দলের গুণগানে সরব হলেন। বক্তব্যে জানালেন,’দুলালবাবুকে কস্তুরীদিদির অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার সুযোগ করে দিন। এত ভোটে বেশি ভোটে দুলালবাবুকে জেতাবেন যে বিরোধী প্রার্থীর জমানত জব্দ হয়। যাতে ওই প্রাক্তন আইপিএস কোনওমতেই জমা দেওয়া ১০ হাজার টাকা ফেরত না পান। দিদিমণির উন্নয়নকে তরাণ্বিত করতেই একনম্বর বোতাম টিপে ভোট দিন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!