এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ‘উন্নয়নের’ রাজ্যে পরিষেবার বেহাল দশা নিয়ে মমতার অস্বস্তি বাড়ালেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী!

‘উন্নয়নের’ রাজ্যে পরিষেবার বেহাল দশা নিয়ে মমতার অস্বস্তি বাড়ালেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –উত্তরবঙ্গ জুড়ে চলছে প্রবল বৃষ্টি, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মালদা জেলাতেও একই রকম পরিস্থিতি তবে মালদা জেলায় নিকাশি ব্যবস্থার কারণে এই বন্যা বলে অভিযোগ উঠেছে।

বহুদিন ধরেই মালদা পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শহরের নিকাশি ব্যবস্থার দিকে তারা নজর দিচ্ছে না। আর তারই খেসারত দিতে হচ্ছে মালদা বাসীকে। অন্যদিকে মালদা শহরের বুকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বহুল পরিচিত। মালদা পৌরসভা এলাকায় প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্ব ফিরে রীতিমতো তীব্র জল্পনা চলে তৃণমূল দলের অন্দরে।

এদিন আবারো মালদা জেলার নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। যা গোষ্ঠীদ্বন্দের দিকেই আঙ্গুল তুললো। মালদায় বন্যা পরিস্থিতি এমন যে সেখানে বিভিন্ন ওয়ার্ডে নৌকা চলাচল করছে স্বল্প বৃষ্টিতে এই অবস্থা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এদিন সেই অভিযোগকেই সত্যি করলেন প্রাক্তন মন্ত্রী।

এদিন ইংলিশ বাজার শহরের বন্যা কবলিত ওয়ার্ড গুলির পরিদর্শনে যান মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ইংলিশ বাজার পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বিদায় তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাস।শহরের জলমগ্ন এলাকা দেখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান পুরো বোর্ডের বিরুদ্ধে। অন্যদিকে প্রাক্তন মন্ত্রীকে নৌকায় করে ঘুরতে দেখে এলাকাবাসীরা প্রাথমিক অবস্থায় হকচকিয়ে যায় কিন্তু তারপর তারা বিভিন্ন সমস্যা তুলে ধরে বলে জানা গেছে। এলাকাবাসীকে সাহায্যের সব রকমের সাহায্যের আশ্বাস দেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিন মালঞ্চ পল্লী এলাকার বাসিন্দারা অভিযোগ জানায় নিকাশি ব্যবস্থা বেহাল এর কারণের জন্যই এই বন্যা পরিস্থিতি ইতিমধ্যে এলাকার প্রাক্তন জনপ্রতিনিধির বিরুদ্ধে ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ বলে জানা গেছে। অন্যদিকে কৃষ্ণেন্দু বাবু এ দিন দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান থাকাকালীন কখনো এরকম অবস্থা সৃষ্টি হয়নি। এলাকায় অন্যদিকে মালদা পৌরসভার পক্ষ থেকে এ ব্যাপারে কেউ মুখ খোলেননি বলে জানা গেছে।

তবে এক প্রশাসকের কথায় উঠে এসেছে ক্রোনা আবহে শহরের কোথায় নৌকা চলছে তা জানা নেই। আর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের অধিকার উন্নত নিকাশি ব্যবস্থা পাওয়ার কিন্তু মালদা শহরে যেভাবে নিকাশি ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়ছে তা নিয়ে আগামী দিনে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হবে প্রশাসকদের বলে মনে করা হচ্ছে। আপাতত মালদা শহরের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা গ্রহণ করছে সে দিকেই এখন তাকিয়ে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!