এখন পড়ছেন
হোম > জাতীয় > বারবার বলেও কেন্দ্র দিচ্ছে না অর্থ, তাই রাজ্যের টাকাতেই উন্নয়ন – বিধানসভায় জানালেন মন্ত্রী

বারবার বলেও কেন্দ্র দিচ্ছে না অর্থ, তাই রাজ্যের টাকাতেই উন্নয়ন – বিধানসভায় জানালেন মন্ত্রী

রাজ্যের কোষাগাড়ের বর্তমানে ভাঁড়ে মা ভবানী দশা। তার মধ্যে গোদের ওপর বিষফোড়া হিসাবে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে অর্থ চাইলেও কিছুই মিলছে না। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রের এহেন বৈষম্যমূলক আচরন নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন আমতার বিধায়ক অসিত মিত্র ও সবংয়ের বিধায়ক গীতা ভুঁইয়ার বন্যা নিয়ন্ত্রন সংক্রান্ত প্রশ্নের উত্তরে সেচমন্ত্রী বলেন, “২০১৭ র বর্ষা মরসুমে ১৩২ কোটি টাকা খরচ করে ১৯ টি জেলার ১,৪১১ টি নদী বাঁধ ও নদীর পাড় সংস্কারের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রনের ব্যাপারে কেন্দ্রীয় জল আয়োগের সাথে বৈঠকের পাশাপাশি মাইথন, পাঞ্চেত থেকে দামোদর নদীতে গল ছাড়ার ব্যাপারে বৈঠক হয়েছে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন শুধু এই কথাই বলে থেমে থাকেননি মন্ত্রী, পশ্চিম মেদিনীপুরের কেলেঘাই-কপালেশ্বরী-বাঘাই নদী সংস্কার নিয়ে কেন্দ্রের যে টালবাহানা চলছে তা নিয়েও বিধানসভায় সরব হতে দেখা যায় সৌমেন মহাপাত্রকে। সূত্রের খবর, কেলেঘাই-কপালেশ্বরীর জন্য ৬৫০ কোটি ৫৮ লক্ষ টাকা খরচ ধরা হলে ঠিক হয় তার ৫০% রাজ্য ও অপর ৫০% কেন্দ্র দেবে। অভিযোগ, রাজ্যের তরফে এখনও পর্যন্ত ১৭৮ কোটি ৫০ লক্ষ টাকা দেওয়া হলেও কেন্দ্র সেখানে দিয়েছে মোটে ১৬২ কোটি ১৯ লক্ষ টাকা। এমনকী রাজ্য সেচদপ্তরের কাছে এই প্রকল্পে আর টাকা দেওয়া যাবে না বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্র।

পাশাপাশি কান্দি মাষ্টার প্ল্যানেও ৪৩৮ কোটি ৯৪ লক্ষ টাকার ৩৬২ কোটি ৮৬ লক্ষের কাজের টেন্ডার রাজ্যের তরফে করা হলেও কেন্দ্র দিয়েছে মোটে ৮০ কোটি ৯৪ লক্ষ টাকা। আর বাকি ২৮০ কোটি টাকা যে রাজ্যকেই বহন করতে হবে তাও জানিয়ে দিয়েছে কেন্দ্র। এদিন সেইসব কেন্দ্রীয় বঞ্চনার কথা টেনে কেন্দ্রকে কটাক্ষ করে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “কেন্দ্র টাকা দেবে না বললে তো কাজ বন্ধ হবে না। রাজ্যই এই প্রকল্পের যাবতীয় কাজ চালিয়ে যাবে।” সব মিলিয়ে কেন্দ্রের ভরসায় না থেকে শূন্য কোষাগাড় নিয়েই রাজ্যের মানুষদের পাশে থাকতে বদ্ধপরিকর মা মাটি মানুষের সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!