উন্নয়ন নিয়ে ভুলতথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন অমিত মিত্র,বিস্ফোরক অভিযোগে ব্যাকফুটে ঘাসফুল শিবির তৃণমূল রাজনীতি রাজ্য November 21, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের উন্নয়ন নিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টা অমিত মিত্র। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি করেছেন রাজ্যপাল। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন রাজ্যপাল। প্রায় প্রতিবছরই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যে বিনিয়োগ আনতে, নতুন শিল্প আনতে রাজ্য সরকারের এই প্রচেষ্টা। তবে করোনা সংক্রমণের কারণে গত বছর ও চলতি বছর এই সম্মেলন বন্ধ রাখা হয়েছিল। তবে, জানা যাচ্ছে আগামী বছরের ২০ ও ২১ সে এপ্রিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন হতে চলেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিতে শুরু করেছে রাজ্য সরকার। এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বিনিয়োগ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন রাজ্যপাল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন দাবী করতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। তবে এরপরও রাজ্য সরকার এ বিষয়ে নীরব থাকায়, আবার শ্বেত পত্র প্রকাশের দাবি করেছেন রাজ্যপাল। আর এবার সরাসরি চিঠি দিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রকে। কয়েকবছর ধরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কি বিনিয়োগ হয়েছে? তা বিশদে জানতে চেয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এই পদক্ষেপের পর রাজ্য সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হয়? অথবা এ বিষয়ে কি বক্তব্য রাখা হয়? সেদিকেই দৃষ্টি রয়েছে সকলের। আপনার মতামত জানান -