এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উন্নয়নের ইস্যুতে মুখ্যমন্ত্রীকে ভূয়শী প্রশংসা ও রাজ্যের শাসক দল তৃণমূলের সাফল্যের কথা জানালেন হেভিওয়েট তৃণমূল সাংসদ

উন্নয়নের ইস্যুতে মুখ্যমন্ত্রীকে ভূয়শী প্রশংসা ও রাজ্যের শাসক দল তৃণমূলের সাফল্যের কথা জানালেন হেভিওয়েট তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ বুধবার তৃণমূল ভবন থেকে এক সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যেখানে তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীর প্রসঙ্গ উত্থাপন করলেন। তিনি জানালেন, করোনার মতো অতিমারীর সময়েও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পেরেছে রাজ্য সরকার। এসময় সারা দেশে আর্থিক বিপর্যয় ঘটেছে, তবে, এমন অবস্থার মধ্যেও পশ্চিমবঙ্গে ৪৩ শতাংশ বেশি কাজের সুযোগ করে দিতে পেরেছে রাজ্য সরকার।

সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাজ্যের জল ধরো, জল ভরো কর্মসূচির প্রসঙ্গে জানালেন যে, রাজ্যের যেখানে জলের পরিস্থিতি খারাপ, যেখানে জলের অভাব রয়েছে সেখানে এই প্রকল্পর দ্বারা জল সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। তিনি জানালেন যে, এরফলে ৭৭ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। আবার এই প্রকল্পে কাজের সুযোগ পেয়েছেন জব কার্ডধারী মানুষেরা। এই প্রকল্পের অধীনে যে সমস্ত পুকুর কাটা হয়েছে সেখানে মাছ চাষ করা হচ্ছে। এর দ্বারা মাল্টি সেক্টরে চলছে উন্নয়ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, সম্প্রতি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পন্ন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও শক্ত হাতে রাজ্যের হাল ধরতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন যে, মানুষকে সুশাসন দিতে পেরেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সমস্ত ভাষা, উপভাষাকে স্বীকৃতি দিয়েছেন। যা থেকে বোঝা যায় যে, তিনি সুপ্রশাসক ও তার প্রশাসন বাংলার উন্নতির জন্য অপরিহার্য। তিনি জানালেন যে, পরিকল্পনাকে কর্মে রূপান্তর করতে পারলে, তবেই উন্নতি সম্ভব। পশ্চিমবঙ্গ সরকার এমন এক সরকার, যেখানে করোনার ফলে সামান্যতম আর্থিক অবনতিও দেখা যায়নি। বিজেপি সম্পর্কে তাঁর কটাক্ষ, বিজেপি ক্ষমতা ধরে রাখার নির্মম খেলায় মেতে উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!