কোন ফর্মুলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জি ‘ফাঁস’ করলেন দুই তৃণমূল সাংসদ জাতীয় তৃণমূল রাজনীতি রাজ্য January 28, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল দিল্লির সাউথ এভিনিউতে দলের কার্যালয় থেকে এক সাংবাদিক সম্মেলনে যোগদান করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় ও রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । এই সাংবাদিক সম্মেলনে তৃণমূলের দুই সাংসদ জানালেন যে, কৃষক, শিক্ষা, স্বাস্থ্যের মত বিষয়গুলিতে উন্নয়ন করেই পশ্চিমবঙ্গের তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। এই সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন জানালেন যে, সম্প্রতি বাংলা, কেরালা, তামিলনাড়ুতে ভোট হতে চলেছে। এই ভোট গুলি হবে সেমিফাইনাল। যেখানে ক্ষমতা দখল করবে বিজেপি বিরোধী দল । এরপর আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে ফাইনাল। যে নির্বাচন হবে গণতন্ত্র রক্ষার লড়াই। তিনি জানালেন, সংসদের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সোচ্চার হবেন তাঁরা। কোনভাবেই এই কালা আইন কার্যকর হতে দেবেন না। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এরপর ডেরেক ও’ব্রায়েন ও সৌগত রায় উভয়ই জানালেন যে, কৃষকদের জন্য সবচেয়ে ভালো প্রকল্প নিয়ে এসেছে তৃণমূল সরকার। তাঁরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প তেমন উপকারী নয়, এই প্রকল্পে প্রচার টাই বেশি হয়ে থাকে। তাঁরা জানালেন যে, আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে স্বাস্থ্য সাথী প্রকল্প অনেক বেশি উপযুক্ত। এরপরেই তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসবে বলে জানালেন। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় তোপ দাগলেন বিজেপিকে। তিনি জানালেন যে, কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখিয়ে নির্বাচনে কখনোই জয় লাভ করা যায় না। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি বারবার কেন্দ্রীয় বাহিনীর হুমকি দিয়েছে। এক লক্ষ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে বলে শোনা যাচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপি কি বলল? তাতে সে সেভাবে গুরুত্ব দিলেন না তিনি। বিষয়টি ঠিক করবে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী যতখুশি আসুক আপত্তি নেই । তাঁরা এসে দেখে যান, এ রাজ্যে কিভাবে শান্তিপূর্ণ উপায়ে ভোট হতে পারে। এরপর বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি জানালেন যে, বিজেপি নেতাদের তিনি বলতে চান যে, কেন্দ্রীয় বাহিনীর জূজূ না দেখা দেখাতে। এভাবে কখনোই ভোটে জয়লাভ করা যায় না। এরপর তিনি দাবি করেন যে, আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। আপনার মতামত জানান -