এখন পড়ছেন
হোম > জাতীয় > রাস্তায় কেমন উন্নয়ন দাঁড়িয়ে থাকে এবার খোদ অমিত শাহকে দেখাতে চান অনুব্রত মণ্ডল

রাস্তায় কেমন উন্নয়ন দাঁড়িয়ে থাকে এবার খোদ অমিত শাহকে দেখাতে চান অনুব্রত মণ্ডল

বিতর্কিত মন্তব্য করে বারবারই খবরের শিরোনামে আসেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ নিয়ে বহুবার বহু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও অনুব্রত আছেন অনুব্রত তেই। আর পুজো শেষ হতে না হতেই আবার ফর্মে ফিরলেন সেই অনুব্রত মণ্ডল। আবারও একবার বললেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার কথা। রবিবার লাভপুরের দ্বারকা গ্রামে তৃণমূলের এক দলীয় প্রতিবাদ সভায় তিনি বলেন তারাপীঠে অমিত শাহের রথের সামনেও এবার উন্নয়ন দাঁড়িয়ে থাকবে।পাশাপাশি এই সভা থেকেই তিনি নাম না করে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কে ‘নাচুনি’ হলে কটাক্ষ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ শে অক্টোবর রাতে দাঁড়কা গ্রামে ময়ূরাক্ষী নদীর তীরে এক গাছের ডাল থেকে এক মৃত্যু বিজেপি কর্মীর ঝুলন্তদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম তাপস বাগদী ।এই ঘটনায় মৃতের বাবা আনন্দ বাগদী এলাকারই পাঁচ তৃণমূল নেতা-কর্মীর নামে স্থানীয় থানায় খুনের অভিযোগ দায়ের করেন। যদিও বীরভূমের পুলিশ সুপার কুনাল আগারওয়াল ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেন।

ঘটনার দুদিন পরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে দাঁড়কায় আসেন বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।তাঁরা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করার পাশাপাশি ঘটনাকে পুরুলিয়ার বলরামপুর এ ঘটনার সঙ্গে তুলনা করেন। অন্যদিকে,তৃণমূলের তরফ থেকেও দলীয় কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে দাঁড়কা গ্রামে রবিবার এক প্রতিবাদ সভা করা হয়। যে সভাতেই এলাকার ৫0 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।

এ পারিনি যে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, “কদিন আগে এক নাচুনি এখানে নেচে গেল। আমরা খুনের রাজনীতি করি না আর করবো না।বিজেপির ওই কর্মী আত্মহত্যা করেছে আর যদিও খুন হয়ে থাকে পুলিশ আছে তদন্ত করবে বিচার হবে। শুধু শুধু চিংড়ি মাছের মতন লাফিয়ে কোন লাভ হবে না।”

এরপরেই তিনি তারাপীঠে অমিত শাহের রথযাত্রা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “অমিত শাহের রথ ফালতু, তাকে কোন গুরুত্বই দিচ্ছি না। গোটা জেলাতেই উন্নয়ন দাঁড়িয়ে আছে। উনিও ঘর থেকে বেরিয়ে উন্নয়নকে দেখতেই পাবেন। তবে চিন্তা নেই, পাঁচন দিয়ে সব ঠিক করে দেব।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপি জানিয়েছে অনু প্রতি হুমকিতে তারা এতটুকুও ভয় পাচ্ছে না। তারা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে পাঁচনের জবাব ডাঙ্গেই দেবে বিজেপি।বস্তুত এই হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি তে এক রকম উত্তেজনা ছড়িয়েছে গোটা বীরভূম জুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!