উন্নয়ন নিয়ে কড়া টক্কর তৃণমূল, বিজেপির- রাজ্যের মন জয়ে আসরে এবার কেন্দ্রীয় বদান্যতায় রেল তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 14, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রচারের সিংহভাগ অংশ জুড়ে থাকছে রাজ্যের উন্নয়ন। রাজ্যের বিভিন্ন মন্ত্রী, নেতা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরীক হয়ে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছেন জোরদার। এর মধ্যেই আবার তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’ এবং ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প যে রাজ্যজুড়ে যথেষ্ট সাড়া ফেলেছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। এবং এই দুই প্রকল্প বর্তমানে রাজ্যের গেরুয়া শিবিরকে কিছুটা হলেও চাপে যে ফেলছে তা পরিষ্কার। আর এবার তৃণমূল সরকারকে জবাব দিতে পাল্টা রাজ্যে উন্নয়ন নিয়ে আসতে চলেছে রেল। বিজেপি এবার জোর দিচ্ছে তাঁদের নির্বাচনী ইশতেহার তৈরি করার ওপর। আর সেক্ষেত্রে বাংলার শিল্পের অবস্থা থেকে উন্নয়নের ইস্যু সবকিছুতেই আলোকপাত করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল শিবির থেকেও উন্নয়নকে সঙ্গী করে তৃণমূলের খতিয়ান নিয়েই নির্বাচনী ইশতেহার যে প্রকাশ হবে তা সবারই জানা। এই অবস্থায় রেলের তরফ থেকে এবার ডানকুনিতে 440 কোটি টাকার প্রকল্প আসতে চলেছে বলে জানা যাচ্ছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে ভারতীয় রেলের এই প্রকল্প এখনো পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পায়নি। তবে সেটি যদি পাওয়া যায় তাহলে কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে। রেল সূত্রে জানা গেছে, গ্রীনফিল্ড টার্মিনাল প্রজেক্ট হবে ডানকুনিতে। এর আগে হাওড়া, কলকাতা, শিয়ালদায় এমন টার্মিনাল রয়েছে বলে জানা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, উন্নয়নের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাশায়ী করতেই কেন্দ্রীয় সরকারের বদান্যতায় রেল এমন প্রজেক্ট নিয়ে আসছে বাংলার বুকে। সেক্ষেত্রে উন্নয়ন নিয়ে তৃণমূলের জবাবে গেরুয়া শিবিরের কাছেও উত্তর থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ডানকুনিকে কেন রেলের পক্ষ থেকে বেছে নেওয়া হলো তার উত্তরে জানা যাচ্ছে, ডানকুনিতে রেলের 100 একর জমি রয়েছে তাই সেই জায়গাতেই এই প্রজেক্ট কার্যকর করা হবে।তবে বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন যারাই করুক না কেন, লাভ আসলে রাজ্যের হবে। আপাতত দেখার, উন্নয়নের অস্ত্রে পাল্টা গেরুয়া শিবির রাজ্যের শাসক দলকে মাত দিতে পারে কিনা! আপনার মতামত জানান -