এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উন্নয়ন সেই রাস্তাতেই! বিধানসভার আগে উন্নয়নের ঝুলি নিয়ে এবার মমতার ‘পথশ্রী অভিযান’ শুরু!

উন্নয়ন সেই রাস্তাতেই! বিধানসভার আগে উন্নয়নের ঝুলি নিয়ে এবার মমতার ‘পথশ্রী অভিযান’ শুরু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তা, বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট গুলির সংস্কারের বিষয়ে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রসঙ্গত, মূলত দীর্ঘসময়ের লকডাউনের কারণে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব, পণ্যবোঝাই বড় বড় গাড়ির সর্বদা যাতায়াত ও বর্ষার ফলে এ রাজ্যের বহু স্থানের গ্রামীণ রাস্তা গুলি একেবারে বেহাল হয়ে পড়েছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে ওই এলাকার বহু মানুষকে। রাজ্যের বিভিন্ন গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা নিয়ে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বিশেষ ভাবে সরব হয়েছিলেন। এবারে রাজ্যের গ্রামীণ রাস্তাগুলির দ্রুত মেরামতের লক্ষ্যে বিশেষ সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে।

চলতি বছরের মধ্যেই রাজ্যের সমস্ত গ্রামীণ রাস্তার উপযুক্ত সংস্কারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এই উদেশ্যে আগামী ১ লা অক্টোবর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক থেকে ‘পথশ্রী অভিযান’ এর সূচনা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যের নানা স্থানে এই অভিযান চলবে আগামী ১৫ ই অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে বেহাল হয়ে পড়া গ্রামীণ রাস্তাগুলির পুনর্গঠন করা হবে। প্রসঙ্গত, রাজ্যের মোট ১২ হাজার কিলোমিটারের বেশি হলো গ্রামীণ রাস্তা। এই রাস্তাগুলি মূলত আরআইডিএস, বাংলা গ্রাম সড়ক যোজনা, জেলা পরিষদের অন্তর্গত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগের প্রশাসনিক বৈঠকে রাজ্যের এই গ্রামীণ রাস্তাগুলির বেহাল দশা নিয়ে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এরপর এই বৈঠকেই মুখ্যমন্ত্রী বেহাল রাস্তাগুলির বিষয়ে সমীক্ষা করে এই সমস্ত রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি বেহাল এই রাস্তাঘাটগুলোর সমীক্ষার কাজ সম্পন্ন করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাও তৈরি হয়েছে। দ্রুত এই রাস্তাগুলির সংস্কারের শুরু করে দিয়ে আগামী ডিসেম্বর মাসের মধ্যে তা শেষ করবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গ্রামীণ রাস্তার পাশাপাশি শহরের পূর্ত দপ্তরের অধীনস্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও সংস্কারের উদ্যোগ নেয়া হলো। এই সংস্কারের কাজও চলতি বছরের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে। গত বৃহস্পতিবার রাস্তা সংস্কার বিষয়ে বিভিন্ন জেলার জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠালেন গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এম ভি রাও। আগামী ১ লা অক্টবর পথশ্রী অভিযান কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া বিভিন্ন ব্লকে। রাস্তাগুলির নাম পরিষ্কারভাবে সেখানে লেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন, রাজ্যের বিভিন্ন মন্ত্রী, জেলা সভাধিপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারী ও সরকারি আধিকারিকেরা। দপ্তরের পক্ষ থেকে এই অভিযানের বিষয়ে স্থানীয় ভাবে প্রচারের নির্দেশও দেওয়া হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!