এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছেন’ হেভিওয়েট বিধায়কের নাম নালিশ করে মুখমন্ত্রীর কাছে গেলো চিঠি !

‘উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছেন’ হেভিওয়েট বিধায়কের নাম নালিশ করে মুখমন্ত্রীর কাছে গেলো চিঠি !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে একটি প্রেস্টিজিয়াস ফাইট। কারণ, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মতো আগামী বিধানসভা নির্বাচন যে ততটা সহজ হবে না, সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে দলের সংগঠনকে মজবুত করতে ও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক উপদেষ্টা পিকে। কিন্তু নির্দেশের পরও দলের গোষ্ঠী কোন্দল কিছুতেই রোধ করা যাচ্ছে না।

রাজ্যের একাধিক স্থানে দেখা দিয়েছে শাসকদলের গোষ্ঠীকোন্দল। কিছুদিন আগেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের চিত্র পাওয়া গেছিল উত্তরবঙ্গের কোচবিহার জেলাতে। এবার গোষ্ঠী কোন্দল দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদ জেলায়। বিধায়কের বিরুদ্ধে যেখানে প্রচন্ডভাবে ক্ষুব্ধ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির একাধিক কর্মকর্তা।

প্রসঙ্গত, তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের সাগরদিঘি পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের সঙ্গে বিধায়ক সুব্রত সাহার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। গত সেপ্টেম্বর মাসে পঞ্চায়েত সমিতির সাধারণ সভাকে কেন্দ্র করে তাঁদের সম্পর্ক প্রচন্ড খারাপ হয়ে পড়ে।

বিধায়কের সঙ্গে পঞ্চায়েত সমিতির সম্পর্ক এতটাই খারাপ হয়ে পড়েছে সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি, বেশকিছু কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য, কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধান মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের একাধিক শীর্ষকর্তার কাছে গত ২৪ সে সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ পাঠালেন বিধায়কের বিরুদ্ধে। তাঁদের এই লিখিত অভিযোগের প্রতিলিপি তাঁরা পাঠিয়ে দিলেন মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খানকেও। যা নিয়ে শুরু হলো চাপানউতোর।

বিধায়কের বিরুদ্ধে তাদের অভিযোগ, বিধায়ক সুব্রত সাহা বারবার বাধা দিচ্ছেন সাগরদিঘির উন্নয়ন কর্মে। এমনকি ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত তিনি দিয়েছেন। তাই নিরুপায় হয়েই তাঁর হাত থেকে সাগরদিঘিকে রক্ষা করতে তাঁরা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধায়ক সুব্রত সাহা প্রসঙ্গে সম্পর্কে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি বেরাজুল ইসলাম জানালেন যে, বিধায়ক সুব্রতবাবু সাগরদিঘির উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছেন। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত যাতে কোন উন্নয়নমূলক কাজ করতে না পারে, সেজন্য তিনি বারবার গন্ডগোল তৈরি করছেন। সেই সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে তৈরি করছেন বিভেদ। আবার দলের নির্বাচিত প্রতিনিধিদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত তিনি দিচ্ছেন বারে বারে।

মুর্শিদাবাদ জেলা তৃণমূল চেয়ারম্যান ও সেইসঙ্গে বিধায়ক সুব্রত সাহার বিরুদ্ধে এমন চিঠি পাওয়ায় বেজায় অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল। বিধায়কের বিরুদ্ধে অভিযোগের প্রতিলিপি পাওয়ার কথা স্বীকার করে নিলেন জেলা তৃণমূল সভাপতি ও সেইসঙ্গে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। এ প্রসঙ্গে তিনি জানালেন, ” অভিযোগের কপি পেয়েছি। উনি(সুব্রত সাহা) আমাদের সিনিয়র নেতা। তাঁকে আমি আর কী বুদ্ধি দেব। তবে যাঁরা অভিযোগ করেছেন তাঁদের সাথে আলোচনায় সমন্বয়ের চেষ্টা করব।’’

তবে, এ বিষয়ে অভিযুক্ত বিধায়ক সুব্রত সাহার বক্তব্য, ” আমি এ বিষয়ে কোনও কথাই বলব না।’’ আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব এভাবেই অশনিসংকেত হয়ে দেখা দিচ্ছে। এরফলে স্থানে স্থানে দলের ভিত্তি দুর্বল হয়ে দল পৌঁছে যাচ্ছে বিপদজনক অবস্থায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!